Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বনদপ্তরে কর্মী বিরল প্রজাতির শঙ্কচুর সাপ উদ্ধার,আতঙ্ক এলাকায়

বসতি বাড়ির পর বুধবার এবার চাষের জমির শেলো থেকে উদ্ধার অতি বিরল প্রজাতির শঙ্খচূড় সাপ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১৪ নং ওয়ার্ডের আদলা বাদ গ্রামে।
স্থানীয় কৃষক বৃন্দাবন বেজ বলেন,প্রতিদিনের মত তিনি এদিনও সকালে উ…



 বসতি বাড়ির পর বুধবার এবার চাষের জমির শেলো থেকে উদ্ধার অতি বিরল প্রজাতির শঙ্খচূড় সাপ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১৪ নং ওয়ার্ডের আদলা বাদ গ্রামে।
স্থানীয় কৃষক বৃন্দাবন বেজ বলেন,প্রতিদিনের মত তিনি এদিনও সকালে উঠে নিজের বাড়ি থেকে ৫০০মিঃ দূরে থাকা তার সবজি চাষের জমি দেখতে যান।এরপর তিনি হঠাৎই তার চাষের জমির পাশের থাকা একটি শেলোতে  হঠাৎই একটি বিরল প্রজাতির সাপকে দেখতে পান।এরপর তিনি নিজে কিছু বুঝে উঠতে না পেরে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানান।তারপর ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ওই সাপটিকে  দেখতে।এরপর সকলে  সাপটি দেখা মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।পরে এই ঘটনার খবর বনদফতরে জানানো হলে এগরা বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
বনদফতরের আধিকারিক প্রবীর কুমার সেন বলেন, এটি সাপটির নাম শঙ্খচূড়।সাপটি লম্বায় প্রায় ৫ ফুট। এই শঙ্খচূড় হলো পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ। এই সাপের দৈর্ঘ্য সর্বোচ্চ সাড়ে ১৮ ফুট পর্যন্ত হতে পারে। শঙ্খচূড় মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন বনাঞ্চলজুড়ে দেখা যায়। মজার ব্যাপার হলো, সাপটির ইংরেজি নামে ‘কোবরা’ শব্দটি থাকলেও এটি গোখরা সাপ নয়। শঙ্খচূড় সম্পূর্ণ আলাদা প্রজাতির  একটি সাপ।
তাছাড়া সাপটি কী করে ওই এলাকায় এল, তা চিন্তায় ফেলেছে এলাকার মানুষ থেকে পরিবেশপ্রেমীদের।

No comments