Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎ গ্রাহকদের অভিনন্দন সভা!

বিদ্যুৎ গ্রাহকদের অভিনন্দন সভা!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :রাজ্যে আর কোন ক্ষেত্রেই স্মার্ট মিটার লাগানো হবে না মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর এই ঘোষণাকে 'বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের জয়' বলে অভিহিত করে পূর্ব মেদিনীপু…

 



বিদ্যুৎ গ্রাহকদের অভিনন্দন সভা!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :রাজ্যে আর কোন ক্ষেত্রেই স্মার্ট মিটার লাগানো হবে না মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর এই ঘোষণাকে 'বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের জয়' বলে অভিহিত করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাসপাতাল মোড়,নন্দকুমারে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন "অ্যাবেকা"র পক্ষ থেকে অভিনন্দন সভা করা হয়। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনে জেলা নেতৃত্ব মহসিন আলী খান, শঙ্কর মালাকার, সনজিত মাইতি,প্রণব মাইতি প্রমূখ। এছাড়াও মেচেদা,চন্ডীপুর,খঞ্চি,নোনাকুড়ি ,পাঁশকুড়া, মনসাপুকুরহাট,ভোগপুর,নন্দকুমার,এগরা,জঁফুলি প্রভৃতি স্থানেও অনুরূপ কর্মসূচি হয়। ওই কর্মসূচি গুলিতে বক্তব্য রাখেন প্রদীপ দাস, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। 

         


No comments