প্রতিষেধক তো নেই, উলটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমশই ভয়ংকর হয়ে উঠছে নোভেল করোনাভাইরাস। পরিস্থিতি বিচার করে শুক্রবারই করোনাভাইরাস নিয়ে সাড়া বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা + ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO…

প্রতিষেধক তো নেই, উলটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমশই ভয়ংকর হয়ে উঠছে নোভেল করোনাভাইরাস। পরিস্থিতি বিচার করে শুক্রবারই করোনাভাইরাস নিয়ে সাড়া বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা + ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সাবধানতার প্রয়োজন বললেও এখনই আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন WHO-এর ডিরেক্টর জেনারেল।
ভারত-সহ বিশ্বে করোনাভাইরাস সম্পর্কিত সব বাংলা-আপডেট রইল পাঠকদের জন্য -
-উত্তরবঙ্গে করোনা আতঙ্ক। উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি সিঙ্গাপুর ফেরত এক যুবক। কিছুদিন আগেই জ্বর নিয়ে সে ডালখোলায় ফিরেছে। তারপরই তাঁকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
-'কাজটা সত্যিই কঠিন, কিন্তু চিন এই কঠিন কাজটি ঠিক উতরে দেবে'। চিনের উপর আস্থা রেখে মত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
No comments