তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি!কলকাতার উডল্যান্ডস হসপিটালে ভর্তি রয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের সম্মাননীয় সাংসদ ও প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর বর্তমান শারীরিক অব…
তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি!
কলকাতার উডল্যান্ডস হসপিটালে ভর্তি রয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের সম্মাননীয় সাংসদ ও প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন অভিজিৎ! সঙ্কট কাটেনি, তৃতীয় দিনে জানাল হাসপাতাল
দক্ষিণ কলকাতার যে হাসপাতালে অভিজিৎ চিকিৎসাধীন, তারা সোমবার বিকেলে একটি বিবৃতিতে তমলুকের সাংসদের শারীরিক অবস্থার কথা জানিয়েছে।অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে ভর্তির তৃতীয় দিনে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। ৬৩ বছরের অভিজিতের ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ রয়েছে। তাঁকে এখনও আইসিইউয়ে রাখা হয়েছে।
গত শনিবার পেটে ব্যথা এবং বমি হচ্ছিল অভিজিতের। রাতের দিকে তাঁর শারীরিক অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। রাতে ভর্তি করানো হয় আলিপুরের একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে। তখনই প্যানক্রিয়াটাইটিসের লক্ষণের আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। উল্লেখ্য,অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পেটের যন্ত্রণা ক্রমশ গোটা পেট-সহ পিঠের শিরদাঁড়ায় ছড়িয়ে পড়ে। বুকের দিকেও এই ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার তীব্র যন্ত্রণার সঙ্গে বমিও হয়। অন্য দিকে, ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল ডিজ়অর্ডার’-এ অন্ত্রে প্রদাহ তৈরি হয়, যার রেশ পড়ে ত্বকেও। এই রোগের বাড়াবাড়ি হলে খাদ্যনালিতে সংক্রমণ, এমনকি কোলনে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
No comments