Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিবেশ দূষণ প্রতিরোধে ভ্যাট নির্মাণ সহ আবর্জনায় মজে থাকা মেচেদা-বাঁপুর খাল অবিলম্বে পূর্ন সংস্কারের দাবীতে সোচ্চার বাসিন্দারা!

মেছেদা বাপুর খালের চিএ
মেচেদা এলাকার পরিবেশ দূষণ প্রতিরোধে ভ্যাট নির্মাণ সহ আবর্জনায় মজে থাকা মেচেদা-বাঁপুর খাল অবিলম্বে পূর্ন সংস্কারের দাবীতে সোচ্চার বাসিন্দারা! ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতনতা র‍্যালিতে সামিল হওয়ার …

 


  মেছেদা বাপুর খালের চিএ


মেচেদা এলাকার পরিবেশ দূষণ প্রতিরোধে ভ্যাট নির্মাণ সহ আবর্জনায় মজে থাকা মেচেদা-বাঁপুর খাল অবিলম্বে পূর্ন সংস্কারের দাবীতে সোচ্চার বাসিন্দারা!

 ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতনতা র‍্যালিতে সামিল হওয়ার আহ্বান।

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা স্টেশন,কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ও জাতীয় সড়ক পার্শ্বস্থ এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। জাতীয় সড়ক থেকে মেচেদায় প্রবেশ এবং প্রস্থানের পথে সড়কের ধারে দুটি বিরাট আবর্জনা ফেলানোর স্তুপ জানিয়ে দেয়,মেচেদা এলাকায় আপনি প্রবেশ করছেন। মেচেদা এলাকায় কোন ভ্যাট না থাকায় মাছ ও পানের বৃহৎ বাজার সহ বাড়ীগুলির সমস্ত রকম আবর্জনা যত্রতত্র ফেলানো চলছে। বাজার সংলগ্ন স্থান দিয়ে বয়ে যাওয়া মেচেদা-বাঁপুর খালে রাতের অন্ধকারে বেশির ভাগ আবর্জনা ফেলানো হচ্ছে। ফলস্বরূপ এলাকা ভয়াবহ পরিবেশ দূষণের কবলে।

          প্রসঙ্গত উল্লেখ্য,কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সৃষ্ট পরিবেশ দূষণ প্রতিরোধ সহ এলাকার নিকাশী খালগুলিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত বর্জ্য বা অ্যাশপন্ডের জল ফেলার কারণে খাল মজে যাওয়া জনিত সমস্যা সমাধানে 'কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি' ও 'কৃষক সংগ্রাম পরিষদ' ধারাবাহিক আন্দোলন চালাচ্ছে। জনগনের আন্দোলনের ওই দাবীকে মান্যতা দিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক কর্তৃপক্ষ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সলিড অ্যান্ড লিক্যুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট(SLWM) স্কীম রূপায়নের কাজ গত কয়েক বছর পূর্বে শুরু করলেও সেই কাজের গতি খুবই শ্লথ বলে অভিযোগ বাসিন্দাদের।

           মেচেদা সংলগ্ন কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের একদিক দিয়ে সেচ দপ্তরের ৬ কিমি দীর্ঘ মেছেদা-বাঁপুর,অন্যদিক দিয়ে ৭.৪ কিমি দীর্ঘ দেনান নিকাশী খাল বয়ে গিয়েছে। এছাড়াও মেদিনীপুর ক্যানেল নামে একটি সেচ খালও বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া রয়েছে। যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জল নেওয়া ও জল বের করার জন্য নিজস্ব কোন ক্যানেল না থাকায় কর্তৃপক্ষ ওই সেচ ও নিকাশী খালগুলিকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। সে কারণে খালগুলিতে ছাই মিশ্রিত জল ফেলার দরুন ছাই জমে নিয়ত খালগুলি মজে যাচ্ছে এবং এলাকায় ভয়াবহ জলনিকাশী সমস্যার সৃষ্টি করছে। গত তিন বছর পূর্বে মেচেদা-বাঁপুর খাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ খানিকটা ও সেচ দপ্তর বাকী অংশ সংস্কার করেছিল। কিন্তু স্বাভাবিকভাবে মেছেদা বাজার সংলগ্ন এলাকা পুনরায় আবর্জনা এবং কচুরিপানায় মজে গিয়েছে। 

           অন্যদিকে দেনান খালও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খাল মজে যাওয়ার কারণে সম্প্রতি তাপবিদ্যুৎ কেন্দ্রের অর্থে সেচদপ্তর ঐ খালের সামান্য অংশ সংস্কার করেছে। বাকী অংশ 'নো কস্ট' পদ্ধতিতে সম্প্রতি জেলা প্রশাসন সংস্কার কাজ শুরু করেছে।

             কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক তথা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, পরিবেশ দূষণ রোধে এলাকাতে ব্যাপক বৃক্ষরোপণ,দেনান ও মেচেদা-বাপুর খালে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইমিশ্রিত দূষিত জল ফেলা বন্ধ,অন্যথায় খালগুলি নিজ দায়িত্বে নিয়মিত পরিষ্কার,তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ড সংলগ্ন স্থানে ছাই ওড়া বন্ধে দিনে একাধিকবার জল ছড়ানোর ব্যবস্থা,ছাই পরিবহনের গাড়ীগুলি উপযুক্ত ঢাকনা দিয়ে ঢেকে ছাই পরিবহন,মেচেদা শহর এলাকার উন্নয়নে একটি ভ্যাট নির্মাণ,অতি দ্রুত বর্জ্য থেকে সার তৈরির প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ প্রভৃতি দাবীতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে গত ২৩ শে মে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই দাবী সহ বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সচেতন করতে আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মেছেদায় এক বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনগুলির পক্ষে ডাঃ কালি শংকর পাত্র। 



No comments