এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর কর্মরত দুই পুলিশ অফিসার পথ দুর্ঘটনায় মৃত! পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া মহকুমার অন্তর্গত মহিষাদল থানা এলাকা গাড়ুঘাটার কাছে ১১৬ জাতীয় সড়কে কর্মরত দুই পুলিশ অফিসার গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন।…
এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর কর্মরত দুই পুলিশ অফিসার পথ দুর্ঘটনায় মৃত!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া মহকুমার অন্তর্গত মহিষাদল থানা এলাকা গাড়ুঘাটার কাছে ১১৬ জাতীয় সড়কে কর্মরত দুই পুলিশ অফিসার গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/z8_IDOKponk
সেই সময় পিছন দিক থেকে এক লরির নিরন্তর হারিয়ে ধাক্কা মারে পুলিশ গাড়িতে। তৎক্ষণাৎ নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে দুই পুলিশ অফিসার মৃত একজনের নাম শেখ শাহানার, এবং জয়ন্ত ঘোষাল। পূর্ব মেদনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন দুই পুলিশ কর্মী ১১৬ জাতীয় সড়কে টহল দিচ্ছিলেন সেই সময় পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারায় পুলিশ গাড়িটি নয়নজুলিতে পড়ে যায়। ঘাতক গাড়িটি আটক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত গাড়ির ড্রাইভার হেলপারকে খুঁজে পাওয়া যায়নি বলে সূত্রের খবর। এই ঘটনায় তদন্তে নেমেছেন মহিষাদল থানার পুলিশ।
No comments