বন্দরে চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা আত্মসাৎ
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া, ১ জুলাই হলদিয়া বন্দরের মধ্যে একটি বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চণ্ডীপুর থানা এলাকার তিনজনের বিরুদ্ধে। সুতাহাটার এ…
বন্দরে চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা আত্মসাৎ
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া, ১ জুলাই হলদিয়া বন্দরের মধ্যে একটি বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চণ্ডীপুর থানা এলাকার তিনজনের বিরুদ্ধে। সুতাহাটার এক বাসিন্দা ওই তিনজনের নামে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, সুতাহাটার বাসিন্দা দিব্যেন্দু বেরা চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন। দিব্যেন্দু পুলিসের কাছে অভিযোগ করেছেন, একজনকে তিনি ফোন পে-তে টাকা দিয়েছেন। অন্য একজন, তাঁকে তিনবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনে নিয়ে গিয়েছে চাকরি দেওয়ার নাম করে। কিন্তু কোনও ফল হয়নি। প্রতিবারই নানা অজুহাত দিয়েছে। তাঁকে বন্দরের ভিতরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছে। শেষে চাকরি না পেয়ে সুতাহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন দিব্যেন্দু। তাঁর অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী লোকজনের সঙ্গে তাদের ছবি দেখিয়ে হুমকি দিচ্ছে।
No comments