খেজুরি এক নম্বর ব্লকের কামারদা দেউলবাড় সমবায় সমিতি নির্বাচনে বিজেপি জয়! ২৬ শে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে বিজেপি। রবিবারের পর বুধবার সমবায় সমিতিতে জয়জয়কার বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেস খাতা খুলতে …
খেজুরি এক নম্বর ব্লকের কামারদা দেউলবাড় সমবায় সমিতি নির্বাচনে বিজেপি জয়!
২৬ শে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে বিজেপি। রবিবারের পর বুধবার সমবায় সমিতিতে জয়জয়কার বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারলো না। বুধবার খেজুরী ১ব্লকের কামারদা দেউলবাড় সমবায় সমিতি প্রতিনিধি নির্বাচন ছিল। নির্বাচনকে ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল। সমবায় সমিতিতে ৯টি আসনে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থিত প্রার্থী দেয়।নির্বাচনকে ঘিরে কোন অশান্তি এড়াতে মোতায়েন করা হয় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। সকাল দশটা থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয়, বিকেল তিনটা নাগাদ ভোট গণনা শুরু হয়। বিজেপি সমর্থিত ৮ জন প্রার্থী জয়লাভ করে। একটি আসনে জিততে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। জয়লাভ করার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা। যদিও এই জয় নিয়ে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
খেজুরির বিধায়ক তথা বিজেপি নেতা শান্তনু প্রামাণিক বলেন " বিজেপি সমর্থিত প্রার্থীরা প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে। ২৬ শে বিধানসভা ভোটে খেজুরি থেকে বিপুলভাবে জয়লাভ করবে বিজেপি প্রার্থী "। যদিও পাল্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাবি " সমবায় সমিতি নির্বাচনে কোন প্রতীক থাকে না। এই জয় নিয়ে বিজেপি উল্লাসের কোন কারণ নেই "।
উল্লেখ্য, গত রবিবার খেজুরি ২ ব্লকের কশতলা দারিকানাথ সমবায় সমিতি নির্বাচন ছিল। সমবায় সমিতিতে আসন ছিল নটি। প্রত্যেকটি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছিল। একের পর এক সমবায় সমিতি জয়ের পর বিজেপি অনেকটাই রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে বলে রাজনীতি বিশেষজ্ঞদের ধারণা।
No comments