অফিসে তালা লাগিয়ে ঝান্ডা বেঁধে শ্রমিকদের বিক্ষোভ!ছাটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে অফিস ঘেরাও করে বিক্ষোভ উপস্থিত বিধায়িকা!হলদিয়া বন্দরের কার্গো হ্যান্ডেলিং এজেন্সি এ এম এন্টারপ্রাইজ এর অফিস ঘেরাও করল তারই ছাটাই শ্রমিকরা। গত …
অফিসে তালা লাগিয়ে ঝান্ডা বেঁধে শ্রমিকদের বিক্ষোভ!
ছাটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে অফিস ঘেরাও করে বিক্ষোভ উপস্থিত বিধায়িকা!
হলদিয়া বন্দরের কার্গো হ্যান্ডেলিং এজেন্সি এ এম এন্টারপ্রাইজ এর অফিস ঘেরাও করল তারই ছাটাই শ্রমিকরা। গত ১৬ ই জুন প্রায় ৫০ জন শ্রমিকের ছাটাই বলে জানিয়ে দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে বন্দরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। আজ সেই সকল ছাঁটাই শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামেন বিধায়িকা তাপসী মন্ডল। এ এম এন্টারপ্রাইজ এর ভিতরে কোন অফিসার কে ঢুকতে দেওয়া হলো না। বিক্ষোভ কর্মসূচি সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে এই কর্মসূচি জানালেন হলদিয়ার বিধায়িকা তিনি বলেন ছাটাই শ্রমিকদের পুনরায় কাজে বহাল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন বিদায়কা তাপসী মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
No comments