Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বপ্নপূরণের' লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়লেন সুরজিৎ দুর্গম পথ অমরনাথ যাত্রা!

স্বপ্নপূরণের' লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়লেন সুরজিৎ দুর্গম পথ অমরনাথ যাত্রা! ৩০ দিনের জন্য বাই-সাইকেলে অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন হলদিয়ার যুবক সুরজিৎ দাস।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/gYKIIHhC1g8হলদিয়া প…

 




স্বপ্নপূরণের' লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়লেন সুরজিৎ দুর্গম পথ অমরনাথ যাত্রা!

 ৩০ দিনের জন্য বাই-সাইকেলে অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন হলদিয়ার যুবক সুরজিৎ দাস।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/gYKIIHhC1g8

হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গেঁওয়াডাবের বাসিন্দা সুরজিৎ দাস।পেশায় হলদিয়ার লালবাবা কারখানার শ্রমিক।আজ ১ লা জুলাই মঙ্গলবার হলদিয়া থেকে বাই সাইকেলে দুর্গম পাহাড়ি পথ অমরনাথ মন্দিরের উদ্দেশ্য যাত্রা শুরু করলেন সুরজিৎ। তাঁর যাত্রা সফল হোক সেই প্রার্থনা করলেন এলাকায় শুভানুধ্যায়ী বহু মানুষজন। সূচনা কালে বহু মানুষ উপস্থিত থেকে তাকে উৎসাহিত করা করলেন। এবং তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আশীর্বাদ করলেন। হলদিয়া বার অ্যাসোসিয়েশন সম্পাদক বিমল কুমার মাঝি এবং বিপ্লব জানা দুজনেই জানালেন তার এই যাত্রা পথ সুগম হোক আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি। তার এই দুর্গম পথ সাহসিকতার জন্য উচ্ছ্বসিত গোটা হলদিয়া।


No comments