স্বাস্থ্যসাথী কার্ডে বিরল অপারেশন, প্রাণে রক্ষা শম্পাদেবীর
স্বাস্থ্যসাথী কার্ডে সাফল্যের সঙ্গে জটিল অপারেশন। তমলুকে মহিলার পেট থেকে বের হল প্রায় সাড়ে ১৩ কেজি ওজনের টিউমার। শনিবার ডাক্তার দিবসে তমলুকের চিকিৎসকদের এই সাফল্যে স্বা…
স্বাস্থ্যসাথী কার্ডে বিরল অপারেশন, প্রাণে রক্ষা শম্পাদেবীর
স্বাস্থ্যসাথী কার্ডে সাফল্যের সঙ্গে জটিল অপারেশন। তমলুকে মহিলার পেট থেকে বের হল প্রায় সাড়ে ১৩ কেজি ওজনের টিউমার। শনিবার ডাক্তার দিবসে তমলুকের চিকিৎসকদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশিতে সব পক্ষই। পাশের জেলা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চাইপার্ট এলাকার বছর ৪৩ এর গৃহবধূ শম্পা পাল দীর্ঘদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। পেট ফুলে যাওয়া থেকে শুরু করে ওজন হ্রাস হচ্ছিল। অবশেষে মহিলার ওভারিতে একাধিক ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে।
তমলুকের পাশাপাশি কলকাতাতেও তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকদের পরামর্শমতো অপারেশনের মাধ্যমে টিউমারটিকে শরীরের বাইরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সে ক্ষেত্রেও আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ায় কলকাতা থেকে তমলুকে স্ত্রী ও প্রযুক্তি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অভিষেক দাসের তত্ত্বাবধানে ফের চিকিৎসা শুরু হয়। অবশেষে এদিন তমলুকের একটি বেসরকারি হাসপাতালে সাফল্যের
সঙ্গেই সেই অপারেশন হয়। স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিষেক দাস বলেন, “তমলুকে এত বড় ওজনের ওভারি ম্যালিগন্যান্ট অপারেশন খুব বিরল ঘটনা। টিউমার
আগের তুলনায় জেলার চিকিৎসা পরিকাঠামো অনেকটাই ভাল। তাই বড় শহরে না গিয়েও আমরা অনেকটাই চ্যালেঞ্জ নিয়ে এই অপারেশন করতে সফল হয়েছি। ডান দিকের ওভারি থেকে প্রায় সাড়ে ১৩ কেজি ওজনের এবং বাম দিকের অভারি থেকে আরো প্রায় দেড় কেজি ওজনের দুটি টিউমার সাফল্যের সঙ্গে বের করে আনতে সক্ষম হয়েছি আমরা। বর্তমানে রোগীর পরিস্থিতি স্থিতিশীল।”
রোগীর এক আত্মীয় দাদা নবকুমার ভূঁইয়া বলেন, “ডিম্বাশয় টিউমারের আকৃতি বৃহৎ আকার ধারণ করায় প্রাণ সংশয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। কিন্তু তারপরেও আমাদের আর্থিক পরিস্থিতির কথা ভেবে চিকিৎসকদের পরামর্শ মত তমলুকেই স্বাস্থ্য সাথী কার্ডে বিনামূল্যে এই অপারেশন সম্ভব হয়েছে। তাতে আমরা সকলেই খুশি।”
No comments