Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৬৪ নং বুথে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে চলছে পদযাত্রা

দেভোগ অঞ্চলে মনোহরপুর ২৬৪ নং বুথে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে চলছে পদযাত্রা। ,হলদিয়া বন্দর ঃআসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদ ধন্য প্রার্থী হলদিয়া উ…

 




দেভোগ অঞ্চলে মনোহরপুর ২৬৪ নং বুথে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে চলছে পদযাত্রা। 

,হলদিয়া বন্দর ঃআসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদ ধন্য প্রার্থী হলদিয়া উন্নয়ন ব্লকের দেভোগ অঞ্চলের মনোহরপুর ২৬৪ নং বুথে গ্রাম পঞ্চায়েতে সেক নুর মহম্মদ, পঞ্চায়েত সমিতিতে শম্ভু সাহু,জেলা পরিষদে ভবতোষ পাত্র তাদের সমর্থনে ও তাদের উপস্থিতিতে সারা বুথ জুড়ে অনুষ্ঠিত হলো পদযাত্রা।উক্ত পদযাত্রায় এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য অর্নব দেবনাথ,মনোহরপুর ২৬৪ নং বুথ তৃনমূল কংগ্রেসের সভাপতি সুভাষ সামন্ত,দেভোগ পঞ্চায়েত সমিতির প্রাঃ সদস্যা নমিতা গিরি এছাড়াও অনান্য বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ ও সকল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।

No comments