চৈতন্যপুরে বিজেপির সভাআসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমিতি বাড়ি বাড়ি প্রচার ততই বেড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর বাজারে …
চৈতন্যপুরে বিজেপির সভা
আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমিতি বাড়ি বাড়ি প্রচার ততই বেড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর বাজারে জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ কে কেন্দ্র করে রামপুর কলেজ মোড় থেকে এবং খেজুরতলা বাসস্ট্যান্ড থেকে চকলালপুর থেকে সুবিশাল সুসজ্জিত মিছিল এসে পৌঁছায় চৈতন্যপুর বাজারে।
ভারতীয় জনতা পার্টি বিজেপির উদ্যোগে সুতাহাটা ব্লক হলদিয়া বিধানসভা নির্বাচনী কমিটির ডাকে চৈতন্যপুরে জনসভা অনুষ্ঠিত হয়। ছিলেন প্রাক্তন বিধায়ক ডঃ বিথীকা মন্ডল, হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল, বিজেপি রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি এবং চৈতন্যপুর ব্লক এলাকা বিজেপি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীগণ।
No comments