Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে স্মার্ট প্রিপেড মিটার লাগানো থেকে আপাততঃ বিরত থাকার নির্দেশ দিল বিদ্যুৎ দপ্তর!

গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে স্মার্ট প্রিপেড মিটার লাগানো থেকে আপাততঃ বিরত থাকার নির্দেশ দিল বিদ্যুৎ দপ্তর!  ওই মিটার লাগানোর নির্দেশ সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবী জানালো অ্যাবেকা।অবশেষে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের চাপে পশ্চ…

 




গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে স্মার্ট প্রিপেড মিটার লাগানো থেকে আপাততঃ বিরত থাকার নির্দেশ দিল বিদ্যুৎ দপ্তর!

  ওই মিটার লাগানোর নির্দেশ সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবী জানালো অ্যাবেকা।অবশেষে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর গৃহস্থ গ্রাহকের বাড়িতে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর থেকে বিরত থাকবে বলে এক প্রেস বিবৃতি দিয়েছে। এই নির্দেশকে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন "অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা) তাদের আন্দোলনের 'আংশিক জয়' বলে অভিহিত করেছে। সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ন চন্দ্র নায়ক বলেন,শুধু বিরত থাকার নির্দেশ দিলে হবে না,  অবিলম্বে স্মার্ট প্রিপেড মিটার লাগানোর নির্দেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। তা নাহলে  গ্রাহকদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

          প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যুৎ আইনে স্মার্ট প্রিপেইড মিটার লাগানো বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায়/জেলায় ক্ষুদ্র শিল্প ও কৃষি বিদ্যুৎ গ্রাহকদের পর গৃহস্থ বাড়িতেও স্মার্ট প্রিপেড মিটার লাগানো শুরু করে। তার পর দেখা যায় গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের মাসে বিদ্যুৎ বাবদ যে খরচ হতো,তার তিন থেকে পাঁচগুণ পর্যন্ত বর্ধিত খরচ হচ্ছে।সে কারণেই উত্তর ২৪ পরগনা সহ যে জেলায় ওই স্মার্ট প্রিপেইড মিটার লাগানো হয়েছে, সেই এলাকার বিদ্যুৎ গ্রাহকেরা স্মার্ট প্রিপেড মিটার খুলে নেওয়ার দাবিতে অবরোধ/বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হচ্ছিল। ফলস্বরূপ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আপাতত গৃহস্থ বাড়িতে ওই মিটার লাগানো থেকে বিরত থাকার কথা ঘোষণা করা হয়েছে।

No comments