Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 24, 2025

Weather Location

Breaking News:
latest

হলদিয়াতে পূর্ণিমারথের বিশেষ আকর্ষণ

হলদিয়াতে পূর্ণিমারথের বিশেষ আকর্ষণ
বাড় বাসুদেবপুর দক্ষিণ পল্লী দাস পরিবারের উদ্যোগে নর নারায়ন সেবা চ্যারিটাল ট্রাস্ট-এর সহযোগীতায় দুই রাজ্যে ২০শে জুন ২০২৩ হইতে ০৪টা জুলাই ২০২৩ পর্যন্ত চলছে রাখামাত্রা মহা উৎসব।পূর্ব মেদিনীপুর জ…

 




হলদিয়াতে পূর্ণিমারথের বিশেষ আকর্ষণ


বাড় বাসুদেবপুর দক্ষিণ পল্লী দাস পরিবারের উদ্যোগে নর নারায়ন সেবা চ্যারিটাল ট্রাস্ট-এর সহযোগীতায় দুই রাজ্যে ২০শে জুন ২০২৩ হইতে ০৪টা জুলাই ২০২৩ পর্যন্ত চলছে রাখামাত্রা মহা উৎসব।

পূর্ব মেদিনীপুর জেলার  সুতাহাটা থানার অন্তর্গত গোরান খালি  গৌরাঙ্গ ধাম সংলগ্ন পান্নালাল দাস বাড়িতে রাধা কৃষ্ণ জিউর পূজার্চনা ভোগ নিবেদন নিয়ম অনুযায়ী রথ টানার মধ্য দিয়ে গুরু পূর্ণিমার রথযাত্রা।

প্রসঙ্গত, নর- নারায়ন সেবা চ্যারিটাবল ট্রাস্ট-এর এক অন্যতম শাখা শ্রীল প্রভুপাদ সেবা কুঞ্জ সংগঠিত হয়েছে উত্তর প্রদেশের বৃন্দাবনে। এই সেবা কুঞ্জে সমস্ত বৃন্দাবন গামী যাত্রীদের বিনামূল্যে থাকার ও সেবা পাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। সেই সঙ্গে বৃন্দাবনে এক অন্যতম হাসপাতাল এর সঙ্গে আছে  সমস্ত রোগীর বিনামূল্যে চিকিৎসা পাওয়ার ব্যাবস্থা।

বৃন্দাবনে এই সেবাকুঞ্জ বছরের সব সময় ১২ মাসে ১৩ পার্বন অনুষ্ঠানে মুখরিত হয়ে থাকে। তার মধ্যে অন্যতম উৎসব রথযাত্রা উৎসব,

 এই বছরেও একইভাবে ভারতবষের দুই ভিন্ন ভিন্ন রাজ্যে এই রথ উৎসব পালিত হচ্ছে। গত ২০শে জুন ২০২৩ শ্রীল প্রভুপদ সেবা কুঞ্জে রথ যাত্রার শুভ সুচনা হয়েছে। এই রথ যাত্রা আগামী ৩ রা জুলাই ২০২৩ পুর্ণিমা তিথিতে বাড়বাসুদেবপুর দাস পরিবারে বলরাম পদ্মাবতী স্মৃতি চারণে গৌর নিতাই রথযাত্রার মধ্য দিয়ে এই বছরের উৎসবের সমাপ্তি হবে।

বিশেষভাবে উল্লেখ করা যায় যে এই দাস পরিবারের রথ দর্শন-এর মাধ্যমে ভারত বর্ষের বিভিন্ন তীর্থস্থান দর্শনও হয়ে যায়। 

এই রথের উদ্দেশ্য হল একটা ধর্মীয় সংহতির মধ‍্যে আনা।প্রধানত বিভিন্ন প্রাদেশিক অঞ্চলের বিভিন্ন ধর্মীয় তীর্থস্থান  যেমন পুরীধামের জগন্নাথ মন্দিরের ধ্বজ্বা ও কাঁছি পুরীর জগন্নাথ দেবের রথের কাঠ দিয়ে তৈরি হয়েছে সিংহাশন,

 চেন্নাই, তামিলনাড়ুর তিরুপতি থেকে আনা হয়েছে পিতলের কারুকার্য। বৃন্দাবন থেকে কলস স্থাপন করা হয়েছে। বৃন্দাবন থেকে ব্রজ গোপালের বিগ্রহ রথে আরোহন করেন, এবং শ্রীধাম মায়াপুরের গৌর নিতাই এই রথে আরোহন করেন। এই রথযাত্রায় ময়াপুর ইসকন থেকে আগত 'কীর্তন সম্প্রদায় দ্বারা পরিক্রমা করা হয়। এছাড়াও এই রথযাত্রা দর্শনে ব্রজবাসী দর্শন করতে পারবেন। রথযাত্রা সমাপ্তিতে সমস্ত আগত ভক্তদের মহা প্রসাদ সেবার ব্যাবস্থা করা হয়েছে।


No comments