Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ ও প্রত্যাশার উদ্বোধনে চাঁদের হাট!

শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ ও প্রত্যাশার উদ্বোধনে চাঁদের হাট!পূর্ব মেদিনপুর জেলার হলদিয়া টাউনশিপ নবনির্মিত ভবন প্রত্যাশার উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠেছে শিল্পশহর হলদিয়া। শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই শ্রমিকদের নিজস্ব ভবন প্র…

 



শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ ও প্রত্যাশার উদ্বোধনে চাঁদের হাট!

পূর্ব মেদিনপুর জেলার হলদিয়া টাউনশিপ নবনির্মিত ভবন প্রত্যাশার উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠেছে শিল্পশহর হলদিয়া। শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই শ্রমিকদের নিজস্ব ভবন প্রত্যাশার উদ্বোধন।


প্রায় ৫১ কেজি খাঁটি গাওয়া ঘি এবং ১০০ কিলো আম  বেল কাট পুড়িয়ে হলদিয়ার শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই মহাযজ্ঞের মূল উদ্যোক্তা ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। বিএমএস ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। হলদিয়া ডক ইউনিয়নের উদ্যোগেই মূলত তৈরি হয়েছে শ্রমিকদের কল্যাণে প্রত্যাশা। শ্রমিকদের ভবন প্রত্যাশার উদ্বোধন উপলক্ষে দুদিন ধরে হোম কীর্তন শ্রমিক সমাবেশ এবং কয়েক হাজার মানুষকে বসিয়ে ভারত মাতা প্রসাদ  সহ একাধিক আয়োজন করেন বিএমএস। ধবধবে দুধের মতো সাদা রঙের দোতলা এই শ্রমিকদের প্রত্যাশা ভবনে নিচতলায় রয়েছে বিশাল কনফারেন্স হল সেখানে চার শতাধিক মানুষের একসঙ্গে চেয়ারে বসে মিটিং করতে পারবে। সামনে রয়েছে বড় মঞ্চ মিটিং এর পাশাপাশি যে কোন অনুষ্ঠান এই হল ঘরে হতে পারে। দ্বিতলে রয়েছে ইন্টারনেট যুক্ত এসি কনফারেন্স রুম এবং চারটি গেস্ট রুম। ভবনের ৪০ ফুট ধৈর্যের এই বড় আধুনিক রান্নাঘর রয়েছে। বিএমএস এ নতুন ভবনের সামনে ভারত মাতার বিশাল মুরাল বসানো হয়েছে আনা হয়েছে রাজস্থান থেকে।এই নতুন ভবন তৈরি হয়েছে টাউনশিপ হেলিপ্যাড ময়দানের উল্টোদিকে। শ্রমিকদের এই নতুন ভবনে প্রত্যাশা সোম এবং মঙ্গলবার দুদিন ধরে অনুষ্ঠান। বিএমএস পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শুভম বেরা এবং সম্পাদক চন্দন প্রামাণিক বলেন শ্রমিকদের কল্যাণের মহাযজ্ঞ করে ভারত মাতার আরাধনা করা হয়েছে। ভারত মাতার মূর্তি উন্মোচন হয় যজ্ঞের দিন। এই মূর্তি শুধু রাজস্থানী মার্বেল পাথরের তৈরি ২৪ ফুটের বিশাল মূর্তি দেয়ালে বসানো হয়েছে। মঙ্গলবার সকালেই প্রত্যাশার উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘ সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারতীয় মজদুর সংঘের ডেপুটি সাংগঠনিক সচিব গণেশ মিশ্র,  সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। অনুষ্ঠানের আয়োজক বিএমএস এর হলদিয়া কলকাতা পোট অ্যান্ড ডক শ্রমিক ইউনিয়নের সভাপতি কানাইলাল মান্ডি এবং সম্পাদক মানস নায়েক জানান উদ্বোধন উপলক্ষে বেনারস থেকে সানাই বাদক আনা হয়েছে । সানাইয়ের সুরে নতুন ভবনের উদ্বোধনের জন্য। চারটি মঞ্চ তৈরি হয়েছে। হলদিয়ার শ্রমিক ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএমএস কর্মী সমর্থকরা আসে। দুপুরেই প্রায় ছয় হাজার মানুষকে ভারতমতা পুজোর ভোগ প্রসাদ সেবন করানো হয় । এই উদ্বোধনের "প্রত্যাশার" মূল হোতা বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন এই প্রত্যাশা গড়ে ওঠায় হলদিয়ার বি এম এস এর শ্রমিক সংগঠনের আরো শক্তিশালী করার উপর জোর দিতে পারব। ইতিমধ্যেই হলদিয়ায় ২৪ টি কারখানা বিএমএস ইউনিয়ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করলেন রাজ্য সরকারের শ্রম দপ্তর। হলদিয়ার  বি এম এস এর নতুন ইউনিয়ন গুলির রেজিস্ট্রেশন দিচ্ছেন না। তিনি বলেন এজন্য বিএমএস শ্রম দপ্তরের ডেপুটেশন দেবে । এর পাশাপাশি হলদিয়ায় ইএসআই হাসপাতাল দ্রুত চালু করা এবং বন্দরের ড্রেজিং ভর্তুকি চালু করার দাবিতে তিনি সবর হন। এজন্যই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে হলদিয়া বিএমএস প্রতিনিধিরা শীঘ্রই দেখা করবেন। সভায় উপস্থিত থেকে তমলুক লোকসভার সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী হলদিয়া শিল্প-কারখানার শ্রমিকদের কথা শুনলেন তাদের পরামর্শ দিলেন এছাড়া শিল্প শহরের শিক্ষা সংস্কৃতি বিষয় নিয়েও তিনি আলোকপাত করলেন। বন্ধ হয়ে গেছে বন্দরের ড্রেজিং। ড্রেজিং ছাড়া বন্দর বন্ধের পথে তিনি সাংসদ হিসেবে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে যাতে হলদিয়ার চলমান ড্রেজিং ব্যবস্থা চালু রাখা যায় তার ব্যবস্থা করবেন বলে একান্তে জানালেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলী। তিনি বলেন প্রয়োজনে এই প্রত্যাশা ভবনেও তিনি হলদিয়ার শ্রমিক শ্রেণী এবং সাধারণ মানুষের জন্য মাঝেমধ্যে আসবেন।

No comments