কাল রাজ্যে রাজ্যে যুদ্ধ যুদ্ধ মহড়া!বিদেশিদের থানা থেকে বাঁচতে নির্দেশ তৈরি থাকার!যুদ্ধ লাগলে নাগরিক ও প্রশাসনের কি ধরনের পদক্ষেপ করা দরকার তা আপৎকালীন মহড়া ছেড়ে রাখতে দেশের সব রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র। এ…
কাল রাজ্যে রাজ্যে যুদ্ধ যুদ্ধ মহড়া!
বিদেশিদের থানা থেকে বাঁচতে নির্দেশ তৈরি থাকার!
যুদ্ধ লাগলে নাগরিক ও প্রশাসনের কি ধরনের পদক্ষেপ করা দরকার তা আপৎকালীন মহড়া ছেড়ে রাখতে দেশের সব রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র। এই বুধবার ৭ই মে ওই মহড়ার দিন ধার্য করা হয়েছে। যুদ্ধের পরিস্থিতিতে নাগরিক প্রাণহানি ক্ষয়ক্ষতি যথাসম্ভব এড়াতেই ওই মহড়া ছেড়ে রাখার নির্দেশ দিল কেন্দ্র। মুখ্য সচিব কে এই বার্তা পাঠানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সূত্রে।
আজ দেশের সব রাজ্যকে পাঠানোর নির্দেশ মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেয়া হয়েছে। পাঠানো বার্তায় বলা হয়েছে আগামী বুধবারের মহারায় খচিয়ে দেখে নিতে হবে যে বিমান হামলায় সময়ের সতর্কতামূলক সাইরেনের ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধবিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ফ্ল্যাশ ব্যাকআউট করে শত্রু বিমানকে বিপ্রাপ্ত করে দেওয়া যায়, তার ও মহড়া সেরে রাখতে বলা হয়েছে।
পাশাপাশি যথাসম্ভব ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভবন সেতু রেলের ডিপো রেল স্টেশন বা বিমানবন্দরের মত গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকেই সতর্ক থাকতে হবে। সাইরেন বাজলেই প্রত্যেক নাগরিককে তাদের সুরক্ষিত জায়গায় তৎক্ষণাৎ পৌঁছতে হবে।
করেছিল সেনাবাহিনী। এর পাশাপাশি, যথাসম্ভব ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভবন, সেতু, রেলের ডিপো, রেলস্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকেই। সূত্রে জানা যায় রাজ্যের দুটি জায়গায় এই মহড়া হবে বলে হলদিয়া এবং কোলাঘাট তবে কোথায় হবে কখন হবে সে নিয়ে এখনো কোনো জানা যায়নি তবে সমস্ত নাগরিককে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
No comments