দলীয় প্রচারের বেরিয়ে আক্রান্ত তৃণমূল?পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চলতি মাসের প্রথম ১ লা জুলাই সকালে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীরা আক্রান্ত হলেন । প্রসঙ্গত হলদিয়া পঞ্চায়েত সমিতির সামনে শাসক দল তৃণমূল …
দলীয় প্রচারের বেরিয়ে আক্রান্ত তৃণমূল?
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চলতি মাসের প্রথম ১ লা জুলাই সকালে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীরা আক্রান্ত হলেন ।
প্রসঙ্গত হলদিয়া পঞ্চায়েত সমিতির সামনে শাসক দল তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। নির্বাচনের প্রচারের সময় দুষ্কৃতীরা হামলা চালায় বলে শাসক দলের দাবি, ভবানীপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত করছেন জানালেন হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মদক্ষ এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব অলোক রঞ্জন দাস।
No comments