সভা চলাকালীন ভেঙে পড়লো মঞ্চ, পায়ে চোট কুণালের
ফুটবল খেলতে গিয়ে কয়েক মাস আগেই পায়ে চোট পেয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । প্লাস্টার করতে হয়েছিল পায়ে। তারপর চোট কিছুটা সারিয়ে আবার রাজনীতির ময়দানে নেমে পড়েছেন তিনি। পঞ্চায়েতের আগ…
সভা চলাকালীন ভেঙে পড়লো মঞ্চ, পায়ে চোট কুণালের
ফুটবল খেলতে গিয়ে কয়েক মাস আগেই পায়ে চোট পেয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । প্লাস্টার করতে হয়েছিল পায়ে। তারপর চোট কিছুটা সারিয়ে আবার রাজনীতির ময়দানে নেমে পড়েছেন তিনি। পঞ্চায়েতের আগে চষে বেড়াচ্ছেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত। দলের হয়ে প্রচার করছেন। সভা করছেন। ভগবানপুরে সভা ছিল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণালের। মঞ্চে বক্তব্য রাখছিলেন সুপ্রকাশ গিরি। সেই সময় হঠাৎ মঞ্চের একাংশ ভেঙে বসে যায়। আর তাতে পায়ে ফের চোট লাগল কুণাল ঘোষের।
গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী জেলায়। ভগবানপুর ও আশপাশের এলাকাগুলিতেও বৃষ্টি হয়েছে। আর যে মাঠে সভা ছিল, সেই মাঠের মাটিও প্রবল বৃষ্টির কারণে নরম হয়ে গিয়েছিল। আর তাতেই ঘটে বিপত্তি। সভা চলাকালীনই মঞ্চের একাংশ ভেঙে বসে যায়। পায়ে চোট এখনও পুরোপুরি সারেনি কুণালের। তারপর এই বিপত্তিতে আবারও চোট লাগে। তড়িঘড়ি স্থানীয় তৃণমূল নেতারা তাঁকে ধরে ধরে মঞ্চ থেকে নামিয়ে আনেন।
যদিও পরে চোট নিয়েই মঞ্চের নীচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখেন কুণাল ঘোষ। জানা যাচ্ছে, মঞ্চ থেকে চেয়ারে পা দিয়ে নামার সময়ে চোট লেগেছে তাঁর।
No comments