Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গা" পার্থ প্রতিম চট্টোপাধ্যায়

ব্রহ্মময়ী গিরিনন্দিনী উমাপ্রকাশিছে সারা ভুবন জুড়ে,নির্গুণ ব্রহ্মের সগুণ প্রকাশহেরি চিন্ময়ী দুচোখ ভরে।মৃন্ময়ী মূর্তিতে করি প্রাণ প্রতিষ্ঠাআনন্দময়ীর হবে আবাহন,জড়ের মধ্যে যেমতি প্রকাশে চেতনসৃষ্টির হয় শুভ উন্মোচন।ভগবতী হে সনাতনী মধু …

 






ব্রহ্মময়ী গিরিনন্দিনী উমা

প্রকাশিছে সারা ভুবন জুড়ে,

নির্গুণ ব্রহ্মের সগুণ প্রকাশ

হেরি চিন্ময়ী দুচোখ ভরে।

মৃন্ময়ী মূর্তিতে করি প্রাণ প্রতিষ্ঠা

আনন্দময়ীর হবে আবাহন,

জড়ের মধ্যে যেমতি প্রকাশে চেতন

সৃষ্টির হয় শুভ উন্মোচন।

ভগবতী হে সনাতনী মধু কৈটভ গঞ্জিনী

তৃপ্ত কর এ তৃষিত ধরা,

মাতৃ রূপে  দুর্গা জগৎ প্রসবিনী

ত্বমসি দেবী জননী পরা।

'দ' অক্ষরে তুমি দৈত্য নাশ কর

'উ' তে কর সর্ব বিঘ্ন নাশ,

'রেফ' করে সব রোগ হতে জয়

'গ' আর 'আকারে' পাপ শত্রুর বিনাশ।

শঙ্খ ধুপ দীপে মঙ্গল গানে

পুজি তোমা হে ভুবনমোহিনী,

অন্তরে বাহিরে প্রকাশিছ সদা

জয় জয় হে মহিষাসুরমর্দিনী।

ত্রিভুবন তারিণী অয়ি মা দুর্গে

মৃত্যু জরা ভয় ব্যাধি কর নাশ,

বৈকুণ্ঠের সর্বমঙ্গলা তুমি মা

কৃপা করে ঘুচাও বন্ধন পাশ।

দনুজ দলনী হয়ে নাশ কর দেবী

অন্তরের আসুরি বৃত্তি সকল,

কুলকুন্ডলিনিরে জাগাও মুলাধার হতে

সহস্রারে লয়ে তব কৃপা বল।

সুখদা মোক্ষদা তুমি নারায়ণী

সর্বভূতে জননী কল্যানময়ী,

সর্ব জ্বর ভয় ব্যাধি বিনাশী দুর্গে

প্রণমি দেবী হে চিন্ময়ী।

2 comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আমার কবিতা খানি প্রকাশ করবার জন্য আপনাদের পত্রিকা কে জানাই অফুরান শুভেচ্ছা অভিনন্দন ও অসীম কৃতজ্ঞতা
    পার্থ প্রতিম চট্টোপাধ্যায়
    স্টেশন সুপারিনটেনডেন্ট
    বরদা রেলওয়ে স্টেশন

    ReplyDelete