Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি উদ্যোগে বিদ্যাসাগরের ১৩০ তম স্মরণ দিবস পালন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে গোটা জেলা জুড়ে ছোট-বড় অসংখ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মর্যাদার সঙ্গে বিদ্যাসাগর মহাশয় এর ১৩০ তম স্মরণ দিবস পালন করা হল। বিদ্যাসাগরের জন্মের ২…






ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে গোটা জেলা জুড়ে ছোট-বড় অসংখ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মর্যাদার সঙ্গে বিদ্যাসাগর মহাশয় এর ১৩০ তম স্মরণ দিবস পালন করা হল। বিদ্যাসাগরের জন্মের ২০০ বছর কে সামনে রেখে এ জেলায় গড়ে উঠেছে আঞ্চলিক কমিটি। জেলার বিভিন্ন প্রান্তে করোণা মহামারি লকডাউনের মধ্যেই  শতাধিক প্রকাশ্য স্থানে ও শতাধিক বাড়িতে ঘরোয়া ভাবে স্বাস্থ্যবিধি মেনে মাল্যদান গান আবৃত্তি বক্তৃতার মধ্য দিয়ে  দিবসটি স্মরণ করেন প্রবীণ অধ্যাপক শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে কচিকাঁচারা।  সারা বছর জুড়ে দ্বিশত জন্মবর্ষ পালনের নানান পরিকল্পনা থাকলেও অতিমারিরে কারণে তা পরিবর্তন করে বর্তমানে অনলাইনের মাধ্যমে বিদ্যাসাগর কর্মসূচি চলছে। নানান প্রতিযোগিতা অনলাইন আলোচনা গত একমাস ধরে চলছে । আজ মহান পার্থিব মানবতাবাদী বিদ্যাসাগর মহাশয় এর স্মরণ দিবস সর্বত্রই পালিত হয়েছে।  আমরা মেদিনীপুর বাসি হিসেবে গর্ব অনুভব করি। বিদ্যাসাগরের আদর্শের পরিপন্থী চিন্তা, অবৈজ্ঞানিক শিক্ষা, কুসংস্কার, অন্ধতা সমাজে প্রতিষ্ঠিত করার যতই অপচেষ্টা চলুক না কেন আজকে বিদ্যাসাগর স্মরণ প্রমাণ করছে ছাত্র যুব সমাজ থেকে সর্বস্তরের মানুষ জন বিদ্যাসাগরের চিন্তাকেই গ্রহণ করতে প্রস্তুত।


 

1 comment