Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুশ বছর আগে আবির্ভূত হলো নতুন শিশু ঈশ্বরচন্দ্র _দূর্গা রানী দে

বঙ্গ জননীর ক্রোড়ে আবির্ভূত হলো নতুন শিশু ,ঈশ্বরচন্দ্র নামে,আজি হতে দুশ বছর আগে। তীক্ষ্ম মেধা জেদি একরোখা একগুঁয়ে। প্রতিবেশীরা জ্বালাতন তার দুষ্টুমি নিয়ে। বড় কষ্টে শৈশব কাটে দারিদ্র্যকে সঙ্গে নিয়ে,  বন্ধু প্রীতি অতুলনীয় সেই ছোট্ট…










বঙ্গ জননীর ক্রোড়ে আবির্ভূত হলো নতুন শিশু
,ঈশ্বরচন্দ্র নামে,আজি হতে দুশ বছর আগে।
তীক্ষ্ম মেধা জেদি একরোখা একগুঁয়ে।
প্রতিবেশীরা জ্বালাতন তার দুষ্টুমি নিয়ে।
বড় কষ্টে শৈশব কাটে দারিদ্র্যকে সঙ্গে নিয়ে,
 বন্ধু প্রীতি অতুলনীয় সেই ছোট্ট হৃদয়ে।।
শিক্ষা লাগি পিতার সঙ্গে চলল কলিকাতা,
পথ হাঁটে ঈশ্বর নিয়ে মাথায় মস্ত ছাতা।
মাইল স্টোনের ইংরেজি সংখ্যা চেনে
পিতার সঙ্গে  অতি সহজে কলিকাতার পথে।।
ভর্তি হল কলিকাতায় লেখাপড়ার তরে,
 সংসারের  প্রতিদিনের যত গৃহ কাজ সারে।
সন্ধ্যেবেলায় পড়াশোনা ঘরেতে নেই তেল
পথ বাতিতে পড়াশোনা নেই কোন খেদ।।
 মাত্র একুশ বছর বয়সে হলেন বিদ্যাসাগর। 
অতুলনীয় পাণ্ডিত্যে মুগ্ধ চরাচর।।
বঙ্গভূমি চিনিল  তাঁকে  বিদ্যাসাগর নামে
কর্মক্ষেত্রে প্রবেশিলেন  ফোর্ট উইলিয়াম কলেজে।।
সাগরের জোয়ারে সমাজে এলো নতুন আলোড়ন।
 লেখকরূপে বিদ্যাসাগর আবির্ভূত হন। 
ধর্মকথা,নীতিকথা গল্পকথা, সাথে পাঠ্যবই,
পাঠ্যপুস্তক রচনায়  দিলেন তিনি  জোর।
বাংলা ভাষা  সাজলো তাঁর হাতে,
লেখক অনুবাদক প্রকাশক মুদ্রাকর
আবির্ভূত হলেন মাতৃভাষাকে সাজাতে।।
মাতৃভাষা অক্ষর নতুন করে নতুনভাবে সাজালেন,
 শিশুপুস্তক  বাংলা ভাষার বর্ণপরিচয় রচিলেন।

No comments