Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিএড কলেজে শিক্ষা বিষয়ক একদিনের কর্মশালার উদ্বোধন করলেন ডঃ মানবেন্দ্র শাহু

বিএড কলেজে শিক্ষা বিষয়ক একদিনের কর্মশালার উদ্বোধন করলেন ডঃ মানবেন্দ্র শাহু
চৈতন্যপুরের পুর্ব মেদিনীপুর বি.এড কলেজে ০৬.০১.২০২৬ তারিখে ‘Institute of Innovation and Research – Igniting Minds Worldwide’ 
শীর্ষক একদিনের কর্মশালা সফলভাব…

 



বিএড কলেজে শিক্ষা বিষয়ক একদিনের কর্মশালার উদ্বোধন করলেন ডঃ মানবেন্দ্র শাহু


চৈতন্যপুরের পুর্ব মেদিনীপুর বি.এড কলেজে ০৬.০১.২০২৬ তারিখে ‘Institute of Innovation and Research – Igniting Minds Worldwide’ 


শীর্ষক একদিনের কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নবচিন্তা, গবেষণামুখী মনোভাব এবং বৈশ্বিক শিক্ষাচেতনা বিকাশ করা। কর্মশালার উদ্বোধন করেন ড. মানবেন্দ্র সাহু, অধ্যক্ষ, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়,চৈতন্যপুর। উদ্বোধনী ভাষণে তিনি শিক্ষক শিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এবং সৃজনশীলতা ও অনুসন্ধানমূলক শিক্ষার মাধ্যমে তরুণ মেধা বিকাশের উপর জোর দেন।

কর্মশালার মূল বক্তা ছিলেন ড. দেবাশিস ধর। তিনি ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড রিসার্চ-এর ভূমিকা, আন্তঃবিষয়ক গবেষণা, গবেষণার নতুন সুযোগ এবং শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাধারার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা অংশগ্রহণ করেন। আলোচনাচক্র ও আন্তঃক্রিয়ামূলক পর্বে অংশগ্রহণকারীরা গবেষণা পদ্ধতি, একাডেমিক উদ্ভাবন এবং পাঠদান প্রক্রিয়ায় গবেষণার অন্তর্ভুক্তি নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং গবেষণাভিত্তিক ও উদ্ভাবনমুখী শিক্ষাচর্চা জোরদার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

No comments