বিএড কলেজে শিক্ষা বিষয়ক একদিনের কর্মশালার উদ্বোধন করলেন ডঃ মানবেন্দ্র শাহু
চৈতন্যপুরের পুর্ব মেদিনীপুর বি.এড কলেজে ০৬.০১.২০২৬ তারিখে ‘Institute of Innovation and Research – Igniting Minds Worldwide’
শীর্ষক একদিনের কর্মশালা সফলভাব…
বিএড কলেজে শিক্ষা বিষয়ক একদিনের কর্মশালার উদ্বোধন করলেন ডঃ মানবেন্দ্র শাহু
চৈতন্যপুরের পুর্ব মেদিনীপুর বি.এড কলেজে ০৬.০১.২০২৬ তারিখে ‘Institute of Innovation and Research – Igniting Minds Worldwide’
শীর্ষক একদিনের কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নবচিন্তা, গবেষণামুখী মনোভাব এবং বৈশ্বিক শিক্ষাচেতনা বিকাশ করা। কর্মশালার উদ্বোধন করেন ড. মানবেন্দ্র সাহু, অধ্যক্ষ, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়,চৈতন্যপুর। উদ্বোধনী ভাষণে তিনি শিক্ষক শিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এবং সৃজনশীলতা ও অনুসন্ধানমূলক শিক্ষার মাধ্যমে তরুণ মেধা বিকাশের উপর জোর দেন।
কর্মশালার মূল বক্তা ছিলেন ড. দেবাশিস ধর। তিনি ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড রিসার্চ-এর ভূমিকা, আন্তঃবিষয়ক গবেষণা, গবেষণার নতুন সুযোগ এবং শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাধারার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা অংশগ্রহণ করেন। আলোচনাচক্র ও আন্তঃক্রিয়ামূলক পর্বে অংশগ্রহণকারীরা গবেষণা পদ্ধতি, একাডেমিক উদ্ভাবন এবং পাঠদান প্রক্রিয়ায় গবেষণার অন্তর্ভুক্তি নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং গবেষণাভিত্তিক ও উদ্ভাবনমুখী শিক্ষাচর্চা জোরদার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।



No comments