দেবদেবীর মূর্তি ভাঙার জন্য তীব্র প্রতিবাদ ঘটনায় একজন গ্রেফতারমহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েত উত্তরে হিজলী টাইডাল ক্যানেলে পশ্চিম দিকে কাঁঠালপট্টিতে কেউবা কারা রাতের অন্ধকারে কয়েকটি মাটির স্বরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে …
দেবদেবীর মূর্তি ভাঙার জন্য তীব্র প্রতিবাদ ঘটনায় একজন গ্রেফতার
মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েত উত্তরে হিজলী টাইডাল ক্যানেলে পশ্চিম দিকে কাঁঠালপট্টিতে কেউবা কারা রাতের অন্ধকারে কয়েকটি মাটির স্বরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে। সামনে সরস্বতী পুজো, তাই ওই জায়গায় মূর্তি তৈরি করেছিলেন কয়েকজন কারিগর। এছাড়াও গড় কমলপুর এলাকায় বেশ কয়েকটি জায়গার হরিমন্দির ভাঙ্গা হয়েছিল এবং সতীশ সামন্ত হল স্টেশনে অবস্থিত হনুমানজীর মূর্তি ভাঙ্গা হয়েছিল। মূর্তি ভাঙার ঘটনায় তীব্র নিন্দা করেছেন এলাকার মানুষ করেছেন ভারতীয় জনতা পার্টি। সূত্রে জানা যায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিলেন জিজ্ঞাসাবাদের পর একজনকে গ্রেফতার করেছে তাকে হলদিয়া মহকুমার আদালতে তোলা হয় সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশ সুপার ।

No comments