চাকরিচ্যুতির নোটিশ ঘিরে গুঞ্জন, শ্রমিকরা অথৈ জলে!
বন্দরের স্টিভেডরিং এজেন্সি অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামে শ্রমিক সরবরাহকারী সংস্থা। সংস্থার অফিসে ২০০ জন শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পশহর হলদিয়া। …
চাকরিচ্যুতির নোটিশ ঘিরে গুঞ্জন, শ্রমিকরা অথৈ জলে!
বন্দরের স্টিভেডরিং এজেন্সি অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামে শ্রমিক সরবরাহকারী সংস্থা। সংস্থার অফিসে ২০০ জন শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পশহর হলদিয়া। ছাটাই নোটিসে শ্রমিকদের আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত কাজের মেয়াদ রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। হলদিয়া বন্দরে দীর্ঘ ৩ শতক ধরে কাজ করে আসছেন এই সকল শ্রমিকরা বন্দরের কার্গপুর নামে। শ্রমিকদের মূলত বন্দরের ভিতরে যখন ছোট বোটে করে বিভিন্ন পণ্য আস্ত সেই সকল পণ্য লোডিং আর লোডিং এর ক্ষেত্রেই এই সকল শ্রমিকরা মূলত কাজ করতেন। সময় পরিবর্তন হয়েছে এখন এসেছে অত্যাধুনিক ক্রেন, জেসিবি এবং পোকল্যান্ড। বর্তমানে শ্রমিকরা জাহাজের খোল পরিষ্কার ট্রাক পরিষ্কার সহ বিভিন্ন ধরনের কাজ করে।শুরুতেই এরা (কার্গো পুল) নামক ফাইভ স্টার গ্রুপ এন্ড এজেন্সিতেই কাজ করতেন। কাজ ছিল বার্থ গুলোর নির্দিষ্ট যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল গুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আনুষাঙ্গিক কাজ করার জন্য। শ্রমিকরা গত তিন বছর আগে ফাইভ স্টার গ্রুপ এন্ড এজেন্সী ছেড়ে অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড এ যোগদান করেছিলেন। দুই এজেন্সির কাজ নিয়েও টালবাহানা শুরু হয়েছিল এবং বন্দরের ভিতরে বেশ কয়েক দিন কাজ বন্ধ ছিল। এই নোটিশে জানিয়েছেন বার্থ নম্বর ২ এর যান্ত্রিকীকরনের কারণে শ্রমিকের প্রয়োজনীয়তা হ্রাস এবং নতুন টার্মিনাল অপারেটরের কাছ থেকে পর্যাপ্ত কাজের আদেশ না পাওয়ার জন্য অ্যারো প্রজেক্টে ১৫ই জানুয়ারি পর্যন্ত ২০০ শ্রমিক কর্মচ্যুত করা ছাড়া আর কোন উপায় নেই। আইএস পি এইচ এল( ৪ এ) এবং টি এম আই এল বার্তাগুলো নির্দিষ্ট কাজের জন্য তাদের টার্মিনালে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আনুষঙ্গিক কাজের জন্য ২০০ জন প্রশিক্ষিত কর্মীকে নিয়োগ করেছে। এরো সংস্থার ভাইস প্রেসিডেন্ট গোপাল সিনহা বলেন বন্দরের কাজের লোকের প্রয়োজন কমে যাওয়ার কারণে ওই ঠিকা শ্রমিকদের ছাটাই করার নোটিশ দেওয়া হয়েছে। এবং গত আগস্ট মাস থেকে এ বিষয়ে শ্রমিকদের জানানো হয়েছে। সংস্কার দাবি এ বিষয়ে সমদপ্তর জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলিকে আগেই চিঠিতে জানানো হয়েছে এবং মিটিং হয়েছে। এই নোটিশ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বলেন যারা দীর্ঘ কয়েক বৎসর তাদের জীবন যৌবন কোম্পানির স্বার্থে কাজ করেছেন আজকের তাদেরকে ট্রেনিংয়ের নাম করেই বাদ দেওয়া হচ্ছে হলদিয়া বন্দর আধুনিকরণ হবে ঠিক। কিন্তু এখনো দীর্ঘ সময় বাকি রয়েছে আর তাদেরকে বাদ দিয়ে শাসক দলের অঙ্গুলিহেলনে মিনিমাম ওয়েজে নতুন ২০০ জন শ্রমিককে আবার নিয়োগ করা হচ্ছে। যেদিন হলদিয়া শাসক দলের কোর কমিটি ঘোষণা হল সেই দিনের দুইশত জন শ্রমিকের ছাটাই নোটিশ পড়ল।
সি আই টি ইউ জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায় বলেন বর্তমান সরকার এবং কেন্দ্র সরকার শ্রম আইন কোড চালু করার জন্য বিভিন্ন জায়গায় শ্রমিকদের ট্রেনিং এর নাম করে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে আট ঘন্টা কাজের দাবি সেই আট ঘন্টা কাজকে বন্ধ করে ১২ ঘণ্টা করার চালু করছেন কেন্দ্র সরকার আন্দোলন করছি এই সকল শ্রমিকদের বাদ দিয়ে নতুন শ্রমিক নিয়োগ করছেন শাসক দল এর তীব্র প্রতিবাদ এবং ওই সকল শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলন কর্মসূচি বাস্তবায়িত করবো।

No comments