পরিচারিকাদের বিভিন্ন দাবীতে জেলা শ্রম দপ্তরে স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :পরিচারিকাদের নিরাপত্তা,পরিচয়পত্র প্রদান,সপ্তাহে একদিন সবেতন ছুটি,সামাজিক সুরক্ষা প্রকল্পে পরিচারিকাদের অন্তর্ভুক্তিকরন সহ ৯ দফা দাবীতে আজ সারা ব…
পরিচারিকাদের বিভিন্ন দাবীতে জেলা শ্রম দপ্তরে স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :পরিচারিকাদের নিরাপত্তা,পরিচয়পত্র প্রদান,সপ্তাহে একদিন সবেতন ছুটি,সামাজিক সুরক্ষা প্রকল্পে পরিচারিকাদের অন্তর্ভুক্তিকরন সহ ৯ দফা দাবীতে আজ সারা বাংলা পরিচারিকা সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা শ্রম দপ্তরের জয়েন্ট লেবার কমিশনারের নিকট ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনে শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে কয়েক'শ পরিচারিকাদের স্বাক্ষর সম্বলিত দাবীপত্র পেশ করা হয়। জয়েন্ট লেবার কমিশন দাবীগুলির সঙ্গে একমত হন এবং তিনি দাবীপত্রটি শ্রম মন্ত্রীর নিকট পাঠাবেন বলে কথা দেন। ডেপুটেশনে নেতৃত্ব দেন অঞ্জলি মান্না,অসীমা পাহাড়ী, মনিকা সামন্ত ,রমা দাস,রীতা ওঝা প্রমুখ।

No comments