Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তপ্ত নন্দীগ্রাম শহীদ স্মরণসভায় প্রতিদ্বন্দ্বী শাসক ও বিরোধী দুই শিবির।

উত্তপ্ত নন্দীগ্রাম শহীদ স্মরণসভায় প্রতিদ্বন্দ্বী শাসক ও বিরোধী দুই শিবির।
ইতিমধ্যে জাকিয়ে শীত পড়েছে। শীতে জবুথবু কচিকাচা থেকে বুড়োবুড়ি। কিন্তু রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক ময়দান আপাতত গ…

 

উত্তপ্ত নন্দীগ্রাম শহীদ স্মরণসভায় প্রতিদ্বন্দ্বী শাসক ও বিরোধী দুই শিবির।


ইতিমধ্যে জাকিয়ে শীত পড়েছে। শীতে জবুথবু কচিকাচা থেকে বুড়োবুড়ি। কিন্তু রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক ময়দান আপাতত গরম।

ভোটে নয়, শহীদ স্মরণে প্রতিদ্বন্দ্বিতা ভূমি আন্দোলনের আঁতুড় ঘর নন্দীগ্রামে। 

২০০৭ সালে ভূমি আন্দোলন করতে গিয়ে ৭ই জানুয়ারি রাত জেগে পাহারা দেওয়ার সময় খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল ভাঙ্গাভেড়া ব্রিজের কাছে খেজুরীর দিক থেকে সিপিআইএমের হার্মাদদের গুলিতে নিহত হয় ভরত মন্ডল শেখ , শেখ সেলিম ,বিশ্বজিৎ মাইতি নিহত হন। 

তারপর থেকেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতিবছর ৭ ই জানুয়ারি ভোরে ভাঙ্গাভেড়ায় শহীদ স্মরণ করে তৃণমূল কংগ্রেস। 

২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূল এবং বিজেপি দুই দল আলাদা আলাদাভাবে এই শহীদ স্মরণ সভা করছে। 

তৃণমূল কংগ্রেস ভাঙ্গাভেড়া বাজারে এবং শুভেন্দু অধিকারী ভাঙ্গাভেড়া শহীদ মিনারে শহীদ স্মরণ সভা করে। 

সামনে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে তৃণমূল বিজেপি দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। 

রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামের রাজনীতির হারি টগবগ করে ফুটতে শুরু করেছে। 

আজ ৭ই জানুয়ারি শহীদ স্মরণসভায় প্রতিদ্বন্দ্বী দুই শিবির।

No comments