পূর্ণিমা মডেল স্কুলের বাৎসরিক মিলন উৎসব ও গুণীজন সংবর্ধনা সভা
বেসরকারি স্কুলগুলির মধ্যে নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে অবস্থিত পূর্ণিমা মডেল স্কুল।
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর মহিষাদল বিধানসভার অন্তর্গত ক…
পূর্ণিমা মডেল স্কুলের বাৎসরিক মিলন উৎসব ও গুণীজন সংবর্ধনা সভা
বেসরকারি স্কুলগুলির মধ্যে নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে অবস্থিত পূর্ণিমা মডেল স্কুল।
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর মহিষাদল বিধানসভার অন্তর্গত কাবাসএড়িয়া সংলগ্ন পূর্ণিমা মডেল স্কুল। ২০০৮ সালে পথচলা শুরু হয়েছিল। প্রজাপতির মতো গুটি বেঁধে পথচলা শুরু হয়েছিল এখন পূর্ণাঙ্গ প্রজাপতি, রূপ নিয়ে রংবেরঙের কচিকাঁচাদের পঠন-পাঠনের সুযোগ করে দিয়েছে, স্কুলটি বর্তমানে তিলে তিলে তিলোত্তমা হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল জাতীয় সড়ক ১১৬ ধারেই এই স্কুলটি। উপস্থিত অতিথিদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়।আজকের এই বাৎসরিক মিলন উৎসবে উপস্থিত ছিলেন ডঃ সৌরাংশু মুখোপাধ্যায় উপাচার্য মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, ছিলেন অধ্যাপিকা ডঃ অঞ্জলি মন্ডল মহিষাদল গার্লস কলেজ, উপস্থিত ছিলেন অধ্যাপক ড, গৌতম কুমার মাইতি মহিষাদল রাজ কলেজ, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পঃবঃ মহিষাদল আঞ্চলিক পরীক্ষা পরিচালক কমিটির সদস্য তপন কুমার মাইতি, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পঃবঃ মহিষাদল রাজ হাই স্কুল সেন্টার ইনচার্জ এবং প্রাক্তন প্রধান শিক্ষক তাজপুর হাই স্কুল ভরতচন্দ্র কর, অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক মহিষাদল পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ কাশিমনগর হাই স্কুল ডঃ সূর্য নারায়ন মাইতি,
বিদ্যাসাগর স্মারক সম্মান তুলে দেওয়া হয় প্রধান শিক্ষক তাজপুর হাই স্কুল স্বদেশ রঞ্জন বেরা, প্রধান শিক্ষক কাঞ্চনপুর মিলন বিদ্যাপীঠ নারায়নচন্দ্র পাড়ুই, প্রধান শিক্ষিকা বাড় উত্তর হিংলি অন্নদাময়ী বালিকা বিদ্যালয় জয়শ্রী বেরা দাস, প্রধান শিক্ষক কেশবপুর জলপাই গদাধর বিদ্যাপীঠ অলকানন্দ অধিকারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিণ কাশিমনগর হাই স্কুল শংকর প্রসাদ মূর্মু, প্রধান শিক্ষক আবাস এড়্যায়া বামুনিয়া বান্ধব হাই স্কুল দিলীপ মল্ল, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র, সিএসটিএসএস এগজামিনেশন কৃষ্ণা খাঁড়া ও প্রভাত খাঁড়া, সুরশ্রী সম্মান দেওয়া হয় চয়ন চক্রবর্তী।
২০২৬ শিক্ষানন্দ সম্মান অর্পণ করা হয় পূর্ণিমা মডেল স্কুলের দেওয়া হয় মোহনলাল গুছাইত, পল্লবী গুছাইত, অম্বিকা গুছাইত, অনামিকা গুছাইত শ্যামল সিনহা চিত্তরঞ্জন পাত্র হরেন্দ্র জানা প্রমূখ সকল অতিথিদের বরণ করে নেন স্কুলের প্রধান শিক্ষিকা অর্চনা মন্ডল, পূর্ণিমা মডেল স্কুলের উপদেষ্টা কমিটি সকল সদস্য সদস্যা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মোহনলাল গুছাইত কি বার্তা দিলেন যা শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন।



No comments