প্রায় দু'মাসেও সংস্কার হলো না দেহাটি খালের এক কি.মি. অংশ। ক্ষোভ বাসিন্দাদের। সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কংক্রিটের ব্রীজ নির্মাণের জন্য দেওয়া ক্রশবাঁধ সম্পূর্ণরূপে পরিষ্কার না করায় বোরো মরশুমের জোয়ার জল পেতে সমস্যা। বিডি…
প্রায় দু'মাসেও সংস্কার হলো না দেহাটি খালের এক কি.মি. অংশ। ক্ষোভ বাসিন্দাদের।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কংক্রিটের ব্রীজ নির্মাণের জন্য দেওয়া ক্রশবাঁধ সম্পূর্ণরূপে পরিষ্কার না করায় বোরো মরশুমের জোয়ার জল পেতে সমস্যা। বিডিও'কে স্মারকলিপি কৃষক সংগ্রাম পরিষদের।
প্রায় দু'মাসেও সংস্কার হলো না কোলাঘাটের দেহাটি খালের এক কিলোমিটার অংশ। ক্ষোভ এলাকার বাসিন্দাদের। ব্লকের বি.ডি.ও.কে স্মারকলিপি দিল কৃষক সংগ্রাম পরিষদ।
গত ১ লা ডিসেম্বর,২০২৫ ব্লকের গুরুত্বপূর্ণ দেহাটী খাল সহ কয়েকটি খাল সংস্কারের বিষয়ে বি ডি ও সহ সেচ দপ্তরের এস ডি ও'র উপস্থিতিতে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাগৃহে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিস্ট সবাইকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক হয়েছিল দেহাটি খালের বরদাবাড় সংলগ্ন অংশ থেকে পাঁশকুড়া বাজার পর্যন্ত সংস্কার করার কাজ ওই সময় থেকেই শুরু করা হবে। ওই সভার পর প্রায় দুমাস অতিক্রান্ত হতে চললেও পাঁশকুড়া ব্লকের দুই জায়গায় সামান্য এবং কোলাঘাট ব্লকের দুই জায়গায় সামান্য কিছু অংশে অল্প মাটি তোলা হয়েছে। সব মিলিয়ে হাফ কিলোমিটার অংশেও কাজ হয়নি। সেচ দপ্তর সূত্রে জানা গেছে,এখনো মাটি বের করার পোর্টালই চালু হয়নি। শুধু তাই নয়,খাল সংস্কারের পূর্বে খালের ভেতরে থাকা বনসৃজন এর গাছ কেটে নেওয়া এবং অবৈধ কাঠামোগুলি সরিয়ে নেওয়ার ব্যাপারে সেচ বা প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এখনো মাইক প্রচার সহ কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,এভাবে কাজ হলে প্রায় কুড়ি কিলোমিটার দীর্ঘ দেহাটি খাল কাটতে কয়েক বছর সময় লাগবে। অন্যদিকে যে অংশে জোয়ার জলে বোরোচাষের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল,সেই অংশের মধ্যে টোপা ড্রেনেজ খালের উত্তর জিঞাদা সংলগ্ন স্থানে ব্রীজ নির্মাণের জন্য যে অবস্ট্রাকশন তৈরি করা হয়েছিল,তা না সরানোর ফলে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁকাডাঙ্গা,চাপদা,পরমানন্দপুর,যদুপুর, মারকন্ডপুর,আড়িসান্ডা গ্রামের বেশ কয়েকটি মৌজায় এবারকার পূর্ণিমার জোয়ার জলে বোরো চাষ শুরু করা গেল না।
নারায়ণবাবু জানান,দ্রুত সেচ দপ্তরের আধিকারিক সহ আমাদের প্রতিনিধি ও সংশ্লিস্ট সবাইকে নিয়ে জরুরী ভিত্তিতে ব্লক লেবেলে বৈঠকের ব্যবস্থা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আজ বিডিও/পঞ্চায়েত সমিতির সভাপতি/সেচ দপ্তরের এসডিও/এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার/ তমলুকের মহকুমা শাসক/জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে কৃষকেরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

No comments