ষষ্ঠ বর্ষে সিটাডেল সংস্থার বাৎসরিক অনুষ্ঠান
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত সিটাডেল (এনজিও) সংস্থা। তাদের এবারের ৬ তম বর্ষে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে সুবিশাল শোভাযাত্রার মধ্য দিয…
ষষ্ঠ বর্ষে সিটাডেল সংস্থার বাৎসরিক অনুষ্ঠান
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত সিটাডেল (এনজিও) সংস্থা। তাদের এবারের ৬ তম বর্ষে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে সুবিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংস্থার বই প্রকাশের মধ্য দিয়ে সারাদিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন নৃত্য অনুষ্ঠান কবিতা, কুইজ । সূত্রে জানা যায় এই সংস্থা সাধারণ মানুষ পথ চলতি মানুষ ভবো ঘুরে দিয়ে তাদের আহারের ব্যবস্থা করেন ।
শীতকালে ভবঘুরেদের জন্য শীতের পোশাক তুলে দেন। এছাড়া নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্টস এবং সায়েন্সের মেধাবী দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশোনা দায়িত্ব নেয় সিটাডেল সংস্থা। জানালেন সংস্থার অন্যতম কর্ণধার ধনঞ্জয় মাজী তিনি বলেন সিটাডেল সংস্থার এখন পর্যন্ত প্রায় ৪০ জন সদস্য রয়েছেন। তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দুঃস্থ অসহায় ছাত্র-ছাত্রী দের পড়াশোনার দায়িত্ব নেন। দুঃস্থ অসহায় ভবঘুরে দের দুমুঠো দুবেলা আহার তুলে দেওয়ার পরিকল্পনা করে থাকেন। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন মহারাজ- শিবত্মানন্দ মহারাজ (বিবেকানন্দ মিশন আশ্রম), এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাত্রিকালীন হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
No comments