গ্রামীণ নকআউট শর্ট ক্রিকেট প্রতিযোগিতাহলদিয়া প্রবেশদ্বার ব্রজলালচক হাই রোড ৫৬ নম্বর বুথ এলাকার মানুষের উদ্যোগে আজ ৩রা জানুয়ারী শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ১৬ টিমের নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। ব্রজলাল চক দক্ষিণ চক পূর্…
গ্রামীণ নকআউট শর্ট ক্রিকেট প্রতিযোগিতা
হলদিয়া প্রবেশদ্বার ব্রজলালচক হাই রোড ৫৬ নম্বর বুথ এলাকার মানুষের উদ্যোগে আজ ৩রা জানুয়ারী শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ১৬ টিমের নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। ব্রজলাল চক দক্ষিণ চক পূর্ব পল্লী প্রিয়নাথ প্রাথমিক বিদ্যালয় সামনে রাত্রি কালীন ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে এই প্রতিযোগী অংশগ্রহণ করার জন্য এসেছেন বিভিন্ন গ্রামীন টিম। খেলার উদ্যোক্তা অরুণ কপাট, ছোট্ট লাল নায়েক, প্রশান্ত কপাট, প্রশান্ত মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জানালেন কোন ক্রিকেট খেলা হলে বাহির থেকে বড় প্লেয়ার নিয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয় কিন্তু গ্রামীন ক্রিকেট এই শর্ট ক্রিকেট প্রতিযোগিতায় গ্রামেরই ছেলেরা তারাই কেবলমাত্র অংশগ্রহণ করতে পারে তার ফলে আগামী দিনে নতুন প্রতিভা ক্রিকেট খেলার যে গ্রাম থেকেই খেলোয়াড় তৈরি হবে সেই উদ্দেশ্যেই ৫৬ নম্বর বুথ এলাকা সমস্ত পুজো কমিটি এবং ক্লাব পাঠাগার যেগুলো রয়েছে তাদের উদ্যোগেই এই শর্ট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুদৃশ্য ট্রফি নগ দ টাকা এবং একটি করে গাছ সকলের হাতে তুলে দিলেন।শর্ট ক্রিকেট বলতে সাধারণত ক্রিকেটের ছোট ফরমেট যেমন T-10. T-20 শর্ট ক্রিকেটকে বোঝানো হয়। যেখানে কম ওভারে খেলা হয় অথবা বিশেষ কিছু শর্ট যেমন রেম শট অথবা রান খুব দ্রুতগতির হয় এবং কম সময়ে দর্শকদের বিনোদন দেয়। ক্রিকেটের ফরম্যাট হিসেবে T10-T20 খুব কম ওভারের ম্যাচ যেখানে দ্রুত রান তোলা এবং খেলা শেষ করার উপর জোর দেওয়া হয়। ছয় জন খেলোয়াড় নিয়ে খেলা হয় ৫ ওভারে ইনিংস যেখানে দ্রুত রান করা যায় এবং খেলা এক ঘন্টার কম সময় শেষ হয়। ছোট্ট জায়গার মধ্যেই এই ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে।

No comments