মোবাইল কেনাকাটার উপর লাকী কুপন উপর ধামাকা পুরস্কারধাক কুড়কুড় ধাকে কাঠি সবাই এবার মেতে ছিলেন পুজোতে পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা মহালয়া থেকে সেই পুজো। পুজো মানে নতুন কিছু কেনাকাটা আর কেনাকাটা মানে কোথায় কোথায় দ…
মোবাইল কেনাকাটার উপর লাকী কুপন উপর ধামাকা পুরস্কার
ধাক কুড়কুড় ধাকে কাঠি সবাই এবার মেতে ছিলেন পুজোতে পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা মহালয়া থেকে সেই পুজো। পুজো মানে নতুন কিছু কেনাকাটা আর কেনাকাটা মানে কোথায় কোথায় দিচ্ছে কি অফার তা খোঁজ নেওয়া। এবার পুজো থেকে চলছিল ধামাকা অফার পুরস্কারের ডালি নিয়ে এসেছিলেন শিল্পশহর হলদিয়া ব্রজলাল চক দাদীমা মোবাইল। প্রত্যেকটি মোবাইল কেনাকাটার উপর লাকি ড্র কুপন ছিল এবং ১লা জানুয়ারি পর্যন্ত সেই লাকি ড্র কুপনের উপর আজ লাকি ড্র খেলা হয়ে গেল প্রায় কুড়িটি পুরস্কার প্রথম পুরস্কার মোটর বাইক সাইকেল টলি ব্যাগ এলইডি টিভি সহ লাকি ড্র ধামাকা পুরস্কার। আজ ৩রা জানুয়ারি লাকি ড্র খেলা হয়ে গেল সেই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিউ দাদীমা মোবাইল শোরুমের সামনেই তাদের এই প্রতিযোগিতা হয় প্রতিযোগিতায় 20 জনকে পুরস্কার তুলে দেন। এছাড়াও প্রায় তিন শতাধিক দুস্থ মানুষদের শীতের চাদর কম্বল এবং দুঃস্থ অসহায় স্কুল পড়ুয়াদের স্কুলের পড়ার সামগ্রী তুলে দিলেন। জানালেন দাদিমা মোবাইল সেন্টার কর্ণধার শাহাদাত মল্লিক।

No comments