হলদিয়া বইমেলা দ্বিতীয় দিনের জমজমাট শুক্রবার দিন শুরু হয়েছিল বইমেলা আজ শনিবার দ্বিতীয় দিন জমে উঠেছে বইমেলা এদিন দুপুর থেকে মেলা শুরু করে সন্ধ্যার শহরে বহু বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গল্পের বইয়ের সঙ্গে কবিতা প্রবন্ধ…
হলদিয়া বইমেলা দ্বিতীয় দিনের জমজমাট
শুক্রবার দিন শুরু হয়েছিল বইমেলা আজ শনিবার দ্বিতীয় দিন জমে উঠেছে বইমেলা এদিন দুপুর থেকে মেলা শুরু করে সন্ধ্যার শহরে বহু বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গল্পের বইয়ের সঙ্গে কবিতা প্রবন্ধের বই কেনার যোগ দেখা গিয়েছে উদ্যোক্তারা বলেন হলদিয়া শহরে ইংরেজি মাধ্যম স্কুল বেশি থাকায় ইংরেজি বই কেনার ঝোঁক বেশি । অনেকেই বাগান তৈরি, ইঞ্জিনিয়ারের বইয়ের খোজ করছেন বইমেলা হস্তশিল্পের সম্ভার নিয়ে এসেছেন হলদিয়া পৌরসভা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। হস্তশিল্পের সঙ্গে তারা পিঠে পুলিও বিক্রি করছেন। বইয়ের সঙ্গে পাঠকের আড্ডা জমে উঠেছে গরম বাটিসাপটার সঙ্গে সেইসঙ্গে রয়েছে গান আবৃত্তি আসর কফি হাতে শহরে কবি লেখক বইপ্রেমী আড্ডা জমিয়েছেন বইমেলায়। বইমেলার সভাপতি সুজন বালা বলেন শিশু কিশোরদের আগ্রহী করতে প্রতিদিন সকাল থেকে আবৃত্তি গান নাচ গল্প বলা ও ছবি আঁকা প্রতিযোগিতা রাখা হয়েছে। আজ শনিবার আবৃত্তি প্রতিযোগিতা প্রায় ৫০ জন পড়ুয়া অংশ নেয়। রবিবার নাচ ,সোমবার আঁকা প্রতিযোগিতা রয়েছে। আকার বিষয় রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য ও গীতিকার সলিল চৌধুরীর প্রতিকৃতি। দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের এবার শতবর্ষ উদযাপন হচ্ছে। প্রতিদিন বিকেলও সন্ধ্যা হলদিয়ার বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এদিন সন্ধ্যায় গিটার বাজিয়ে গান গেয়ে আসর মাতিয়ে দেন অধ্যাপক ঈশান সামন্ত। কোরাস গান ও আবৃত্তিতে মুগ্ধ দর্শকরা বইমেলা কমিটির সম্পাদক সুবিমল দাস বলেন সোমবার সাহিত্য সভায় সাহিত্যিক অমর মিত্র ও জয়ন্ত দে, প্রমুখ উপস্থিত থাকবেন।
No comments