হলদিয়া ব ই মেলা চতুর্থ বর্ষে রেকর্ড পরিমাণে বই বিক্রি পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজার সংলগ্ন মহানা মার্কেটে শুরু হয়েছে বই মেলা চলবে ৮ ই জানুয়ারি পর্যন্ত এই মেলার উদ্বোধন করেছেন প্রাক্তন বিধায়ক …
হলদিয়া ব ই মেলা চতুর্থ বর্ষে রেকর্ড পরিমাণে বই বিক্রি
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজার সংলগ্ন মহানা মার্কেটে শুরু হয়েছে বই মেলা চলবে ৮ ই জানুয়ারি পর্যন্ত এই মেলার উদ্বোধন করেছেন প্রাক্তন বিধায়ক সাংসদ ও শিক্ষাবিদ ডঃ লক্ষণ চন্দ্র শেঠ। এই মেলায় প্রায় ৩৩ টি বুক স্টল রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের হাতে তৈরি হস্তশিল্প মেলা এবং মেলা রয়েছে পিঠে পুলি উৎসব। মেলা সূত্রে জানা যায় মেলার প্রথম দিনে ই প্রায় পঁচিশ হাজার টাকার বই বিক্রি হয়েছে। তবে এই খবরে মেলা কমিটির সকলে উৎসাহিত আরো কয়েকদিন বাকি রয়েছে মেলা বই আরো বিক্রি হবে বলে আশাবাদী মেলা কমিটির সম্পাদক সুবিমল দাস। দ্বিতীয় দিনের মেলায় হস্তশিল্প মেলার উদ্বোধন হয় এই মেলায় প্রায় কুড়িটি মায়েদের হাতে তৈরি সামগ্রী মেলা প্রাঙ্গনে বসেছে আনুষ্ঠানিকভাবে আজ হস্তশিল্প মেলা উদ্বোধন হয়।

No comments