ভোগপুর বিদ্যাসাগর প্রাইমারী এডুকেশন সেন্টারের নবনির্মিত ভবনের দারোদ্ঘাটনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ভোগপুর বিদ্যাসাগর প্রাইমারী এডুকেশন সেন্টার এর দারোদ্ঘাটন হল আজ ভোগপুর কেনারাম উচ্চ বিদ্যালয় পার্শ্বস্থ উদয়ন পল্লীতে। ওই উপলক…
ভোগপুর বিদ্যাসাগর প্রাইমারী এডুকেশন সেন্টারের নবনির্মিত ভবনের দারোদ্ঘাটন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ভোগপুর বিদ্যাসাগর প্রাইমারী এডুকেশন সেন্টার এর দারোদ্ঘাটন হল আজ ভোগপুর কেনারাম উচ্চ বিদ্যালয় পার্শ্বস্থ উদয়ন পল্লীতে। ওই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তির উন্মোচন হয়। মূর্তি উন্মোচন করেন ভোগপুর কেনারাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার মাইতি। নবনির্মিত বিদ্যালয়ের দারোদ্ঘাটন করেন ভোগপুর হাইস্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখেন্দুশেখর জানা। সভায় সভাপতিত্ব করেন দেড়িয়াচক শ্রী অরবিন্দ বিদ্যাভবনের প্রাক্তন শিক্ষক জন্মেজয় মান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাঘাট-১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতি প্রিয়াংকা দে। স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি অঞ্জলি মান্না বেরা। বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা সংগীত-আবৃত্তি-নৃত্য-বক্তব্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-বিদ্যালয়ের শুভানুধ্যায়ী বানেশ্বর নাটুয়া।
এডুকেশন সেন্টারের প্রধান শিক্ষিকা অঞ্জলি মান্না বলেন,১৯৯২ সাল থেকে ভাড়াবাড়ীতে আমাদের বিদ্যালয় চলছিল। বর্তমানে বিদ্যালয়ের শুভানুধ্যায়ী সহ এলাকার মানুষজনদের সহযোগিতায় নিজ বিদ্যালয় ভবনে স্কুল স্থানান্তরিত করা সম্ভব হল। এজন্য উনি সবাইকে ধন্যবাদ জানান।

No comments