Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বছরের শুরুতেই রেলের সূচিতে পরিবর্তন

বছরের শুরুতেই রেলের সূচিতে পরিবর্তননতুন বৎসরের শুরুতেই প্রথম দিন থেকেই ভারতীয় রেলের হলদিয়া নতুন সময়সারণি কার্যকর করলেন। হলদিয়া থেকে পাঁশকুড়া শাখার দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। হলদিয়া পাঁশকুড়া ৩৮০৫৪ লোকালের ছাড়ার সময…

 


বছরের শুরুতেই রেলের সূচিতে পরিবর্তন

নতুন বৎসরের শুরুতেই প্রথম দিন থেকেই ভারতীয় রেলের হলদিয়া নতুন সময়সারণি কার্যকর করলেন। হলদিয়া থেকে পাঁশকুড়া শাখার দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। হলদিয়া পাঁশকুড়া ৩৮০৫৪ লোকালের ছাড়ার সময় সকাল ৯-৪০ মিনিটের বদলে ৯:৫০ মিনিট করা হয়েছে। হলদিয়া আসানসোল এক্সপ্রেস এর ছাড়ার সময় দুপুর ২টা ৫০ পরিবর্তে ২টা ৩০ মিনিটে পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের কিছুটা সময়ে অদল বদল করা হয়েছে। যাত্রীদের অসন্তোষ হলদিয়া শাখায় নতুন কোন ট্রেন চালু না হওয়া যাত্রীদের দাবি ছিল হলদিয়া- মেদিনীপুর এবং হলদিয়া পাঁশকুড়া লোকাল চালু করা তা পূরণ হয়নি। হলদিয়া থেকে দিঘা সরাসরি ট্রেন চালু। উল্টে ট্রেনগুলি ধারাবাহিকভাবে দেরিতে চলে। পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কমিটির সম্পাদক সরোজ ঘোড়া বলেন রেলের কর্তৃপক্ষের উচিত ট্রেন সময় মতো চালানো


No comments