Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বইমেলা ২০২৬ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ বিধায়ক ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ!

হলদিয়া বইমেলা ২০২৬ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ বিধায়ক ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ!শিল্প সংস্কৃতি শিক্ষার শহর হলদিয়া। হলদিয়া বইমেলা চতুর্থ বর্ষরে পদার্পণ করলো। ২০২৩ সালে এই বইমেলা শুরু হয়। হলদিয়া ব…

 




হলদিয়া বইমেলা ২০২৬ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ বিধায়ক ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ!

শিল্প সংস্কৃতি শিক্ষার শহর হলদিয়া। হলদিয়া বইমেলা চতুর্থ বর্ষরে পদার্পণ করলো। ২০২৩ সালে এই বইমেলা শুরু হয়। হলদিয়া বিধানসভার অবিভক্ত সুতাহাটা থানা এলাকায় পরপর দু'বছর সেই মেলা সুতাহাটা থানা এলাকা হলেও গত  বছর হলদিয়া সিটি সেন্টার সংলগ্ন সোনার তরী কমপ্লেক্সে মেলার  হয়। এ বৎসর ২ থেকে ৮ই জানুয়ারী এই মেলা চলবে। এই মেলায় প্রায় ৩০টি কলিকাতা থেকে বিভিন্ন বই এ পাবলিশারায় উপস্থিত হয়েছেন । 

এছাড়া হস্তশিল্প মেলা, বস্ত্র মেলা, শিশুদের জন্য আর্ট গ্যালারি রয়েছে এই মেলার আকর্ষণ। এই মেলার উদ্বোধনের উপস্থিত ছিলেন হলদিয়া আই কেয়ার সম্পাদক  আশিস লাহিড়ী, প্রণব দাস ,সুদর্শন মান্না, উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের রাজ্য সম্পাদিকা মানসী দে শেট প্রমূখ। আগামী ৮ই জানুয়ারী পর্যন্ত চলবে এই বইমেলা। এবারের বইমেলার স্লোগান বই পড়ুন বই কিনুন বই পড়তে উৎসাহিত করুন নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে বইকে বন্ধু করার আহ্বান জানিয়েই এবারের এই বইমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হল। থাকছে মেলায় বিভিন্ন নাটকের দ্বারা পরিচালিত একাঙ্ক নাটক জানালেন বইমেলা কমিটির সম্পাদক সুবিমল দাস। বইমেলাতে  হস্তশিল্প মেলা  থাকছে  পিঠে পুলি উৎসব। বিভিন্ন ধরনের পিঠের  নিয়ে যেমন হবে তারই সাথে অল্প মূল্যে পিঠে কিনেও খেতে পাওয়া তিনি জানিয়েছেন।

No comments