সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগদান২০২৬ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে দলত্যাগের প্রক্রিয়া চলছে। বিভিন্ন রাজনৈতিক দল পাখির চোখ করে দেখার চেষ্টা করছে হলদিয়া বিধানসভা। গত মাসে সিপিআইএমের প্রাক্তন …
সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগদান
২০২৬ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে দলত্যাগের প্রক্রিয়া চলছে। বিভিন্ন রাজনৈতিক দল পাখির চোখ করে দেখার চেষ্টা করছে হলদিয়া বিধানসভা। গত মাসে সিপিআইএমের প্রাক্তন হলদিয়া পৌরসভার কাউন্সিলর তিনি বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী হাত ধরে। হলদিয়া দুর্গাচকে বিজেপি এক সভায় প্রাক্তন কাউন্সিলর মীনাক্ষী মাঝি সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর মীনাক্ষী মাঝি সিপিআইএম কর্মী ছিলেন। সারা রাজ্য জুড়ে চুরি ছিনতাই দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে তিনি দল ত্যাগ করলেন জানিয়েছেন। এই নিয়ে মুখ খুললেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক তিনি বলেন শাসক এবং বিরোধী বিজেপি দুজনেই বিভিন্ন দল থেকে ভাঙ্গিয়ে নেওয়ার রাজনীতি করছে। একসময় মীনাক্ষী আমাদের দলের কর্মী ছিলেন কিন্তু দীর্ঘদিন তিনি দলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন পারিবারিক কারণে তিনি দলের সঙ্গে যোগাযোগ করেননি তিনি আরো বলেন বর্তমানে মানুষ এখন নিজের স্বার্থের জন্য এ দল ও দল পাল্টি খাচ্ছে যা হলদিয়ার রাজনীতির কোনদিনই এ ধরনের ছিল না। যা আমরা সিপিআই এই ধরনের দলবদলকে সমর্থন করি না। তিনি আরো বলেন নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করা উচিত কিন্তু বর্তমানে তৃণমূল এবং বিজেপি এই সময় কালে রাজনীতি টাকে এতটাই কলুষিত করছে। তবে নির্বাচন এলেই এই ধরনের দলবদলের খেলা চলতে থাকে। এতে আমাদের বামপন্থীদের কোন যায় আসে না।

No comments