Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুঃস্থ মানুষজনদের শীতবস্ত্র প্রদান

দুঃস্থ মানুষজনদের শীতবস্ত্র প্রদান সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেচেদাস্থিত ট্রাস্টভবনে দুঃস্থ মানুষজনদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের …

 



দুঃস্থ মানুষজনদের শীতবস্ত্র প্রদান 

সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেচেদাস্থিত ট্রাস্টভবনে দুঃস্থ মানুষজনদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি করুণা সী, বিশিষ্ট সমাজসেবী গনেন রায়,প্রাক্তন আবহাওয়াবিদ অশোক হাজরা,প্রবীণ মেডিকেল ইঞ্জিনিয়ার সতীশ প্রসাদ বেরা,চিকিৎসক সন্তোষ মাইতি প্রমুখ। প্রতিষ্ঠানের ৪৪ তম বর্ষে ট্রাস্টের বর্ষব্যাপী সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের উল্লেখ করে অতিথিরা তাঁদের বক্তব্যে আজকের অত্যন্ত সময়োপযোগী শীতবস্ত্র প্রদানের ভুয়ষী প্রশংসা করেন। ট্রাস্ট সদস্য ডাঃ ভবানী শংকর দাস প্রাকৃতিক দুর্যোগে ও ত্রাণকার্যে ট্রাস্টের কয়েক দশক ব্যাপী উজ্জ্বল ভূমিকা উল্লেখ করেন। এদিন এলাকার ৬০ জন দুঃস্থ বয়স্ক ব্যক্তিকে শীতবস্ত্র প্রদান করা হয়। ট্রাস্টের সম্পাদক তপন ভৌমিক আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রতি বুধবার ও শনিবার সকালে ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেন। প্রাপকদের মুখের হাসি এলাকার মানুষদের মুগ্ধ করেছে।



No comments