Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কংক্রিটের ব্রীজ নির্মাণের জন্য দেওয়া ক্রশবাঁধ সম্পূর্ণরূপে পরিষ্কার না করায় বোরো মরশুমের জোয়ার জল পেতে সমস্যা। আন্দোলনের হুঁশিয়ারি।

কংক্রিটের ব্রীজ নির্মাণের জন্য দেওয়া ক্রশবাঁধ সম্পূর্ণরূপে  পরিষ্কার না করায় বোরো মরশুমের জোয়ার জল পেতে সমস্যা। আন্দোলনের হুঁশিয়ারি। সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের উত্তর জিঞাদায় কংক্রিটের ব্…

 




কংক্রিটের ব্রীজ নির্মাণের জন্য দেওয়া ক্রশবাঁধ সম্পূর্ণরূপে  পরিষ্কার না করায় বোরো মরশুমের জোয়ার জল পেতে সমস্যা। আন্দোলনের হুঁশিয়ারি। 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের উত্তর জিঞাদায় কংক্রিটের ব্রীজ নির্মাণের জন্য দেওয়া ক্রশবাঁধ সম্পূর্ণরূপে  পরিষ্কার না করায় বোরো মরশুমের জোয়ার জল পেতে এলাকার কৃষকেরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে কৃষক সংগ্রাম পরিষদের অভিযোগ। পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,গত কয়েকদিন আগে সেচ দপ্তরের খন্যাডিহি সেকশনের সেকসান্যাল অফিসারের সাথে দেখা করে ক্রশবাঁধ সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু এখনো তা না করায়,চলতি বোরো মরশুমে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁকাডাঙ্গা,চাপদা,পরমানন্দপুর,যদুপুর, মারকন্ডপুর,আড়িসান্ডা গ্রামের কৃষকরা সমস্যায় পড়েছেন। পরিষদের পক্ষ থেকে কোলাঘাটের বিডিও এবং সেচ দপ্তরের এসডিও'র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে কৃষকরা আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে নারায়নবাবু হুঁশিয়ারি দেন। 



No comments