আজাদ হিন্দ নগরে ১৩০ তম সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপনহলদিয়া পৌরসভার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাধীনতার সংগ্রামীদের নামেই মূর্তি প্রতিষ্ঠা করে সেই জায়গার নামকরণ করা হয়েছে। হলদিয়া আজাদ হিন্দ নগর ২০১৮ সালে সুভাষচন্দ্র বসুর অবক…
আজাদ হিন্দ নগরে ১৩০ তম সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন
হলদিয়া পৌরসভার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাধীনতার সংগ্রামীদের নামেই মূর্তি প্রতিষ্ঠা করে সেই জায়গার নামকরণ করা হয়েছে। হলদিয়া আজাদ হিন্দ নগর ২০১৮ সালে সুভাষচন্দ্র বসুর অবক্ষয় মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। হলদিয়া পৌরসভা এবং আজাদ হিন্দ নগর এলাকার মানুষদের নিয়ে ২৩ শে জানুয়ারি সাড়ম্বরে পালিত হয় নেতাজির জন্মদিন। বর্তমানে হলদিয়া পৌরসভার জনপ্রতিনিধি না থাকায় নেতাজির মূর্তি রং করা হয়নি। আজাদ হিন্দ নগরের মানুষজন মূর্তি পরিষ্কার করে আজকে তার জন্মদিন পালন করা হলো। এলাকার মানুষের দাবী গতকাল আজ একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে মূর্তিটি বিবর্ণ হয়েছে। আজাদ হিন্দ নগরের সমিতির সম্পাদক গোপাল কৃষ্ণ দত্ত বলেন আসুন সকলে মিলে আমরা এই সকল মনীষীদের জন্মদিন পালন করি যে বা যিনি লিখেছেন আমরা মনে করি ভেবেচিন্তে লেখা দরকার ছিল। রোদ জলে রঙ চটে যায় ঠিক কিন্তু বিবর্ণ হয়নি মূর্তিটির রঙ চটেছে কিন্তু মূর্তিটি আমরা সাজিয়ে ১৩০ জন্মদিন পালন করেছি আজাদ হিন্দ নগর এলাকার মানুষজন। আজ বাগদেবী মা সরস্বতী পুজোর ব্রতি হয়েছিলেন সকল মানুষজন আজ ওই এলাকায় শাফাই অভিযান করেন তারপরেই নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিকৃতিতে মাল্যদান এবং স্বাধীনতা আন্দোলন বিষয়ে নতুন প্রজন্মের কাছে তাদের বার্তা তুলে দিয়েছেন।

No comments