সুতাহাটা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের ২৭ তম সরস্বতী মায়ের আরাধনাপূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা সংস্কৃত অন্যতম শিল্প শহর হলদিয়া বিধানসভার অন্তর্গত সুতাহাটা। স্বাধীনতা সংগ্রামের অন্যতম সুতাহাটা সারা জেলায় স্বাধীনতার সংগ্রামীদের আন্…
সুতাহাটা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের ২৭ তম সরস্বতী মায়ের আরাধনা
পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা সংস্কৃত অন্যতম শিল্প শহর হলদিয়া বিধানসভার অন্তর্গত সুতাহাটা। স্বাধীনতা সংগ্রামের অন্যতম সুতাহাটা সারা জেলায় স্বাধীনতার সংগ্রামীদের আন্দোলন থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা এখনো স্বাধীনতার সংগ্রামের ইতিহাস জানান দেয়। বিনা রক্তপাতে সুতাহাটা থানা দখল করেছিলেন ১৯৪২ সালে ২৯ শে সেপ্টেম্বর। মেদিনীপুরে ভারতছাড়ো আন্দোলনের সময় ভারত স্বাধীনতা লাভের আগেই থানা দখলের ইতিহাস এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ইংরেজ অত্যাচারী পুলিশ শাসন দুর্ভিক্ষের প্রতিবাদে প্রায় দশ হাজার স্থানীয় বিপ্লবী ও স্বেচ্ছাসেবক এই থানা আক্রমণ করে। নথি ও আসবাবপত্র পুড়িয়ে দেয় এবং বন্দুক কেড়ে নেয় এই বীরত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় নেতারা এবং এতে কুমুদিনী ডাকুয়ার মতো নারীরাও আগ্রনে ভূমিকা পালন করেছিলেন। থানা দখলের সেই দিনটি এখনো পালন করা হয় । সুতাহাটা বিধানসভা বর্তমানে হলদিয়া বিধানসভা নামেই পরিচিত। ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্রীড়া জগতে দিকপালরা রয়েছেন এই শহরে। ক্রিকেট ভলিবল ফুটবল এবং সাঁতার এছাড়াও অ্যাথলেটিক্স সুনামের সাথে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা বিদেশের মাটিতে উড়িয়ে এসেছেন এই শহরে বিভিন্ন দিকপাল খেলোয়াড়গন।
সুতাহাটা থানার অন্তর্গত আজাদ হিন্দ ময়দান হলদিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড রয়েছে। সেই ময়দানে পাশেই সুতাহাটা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র তারা প্রতিনিয়ত ফুটবল ক্রিকেট ভলিবল কাবাডি খোখো দাবা এছাড়াও যোগাসনে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাদের এ বছর ২৭ তম বর্ষে সরস্বতী মায়ের আরাধনায় মেতে উঠেছেন। প্রশিক্ষক অভিভাবক ছাত্র-ছাত্রী সকলকে নিয়েই সকাল থেকে বাগদেবী মা সরস্বতী মায়ের আরাধনার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। সংবাদমাধ্যমে কি জানালেন খেলোয়াড় প্রশিক্ষক এবং অভিভাবকগণ।

No comments