Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারী শিক্ষাব্যবস্থা বাঁচানোর দাবীতে তমলুক শহরে শিক্ষা কনভেনশন

সরকারী শিক্ষাব্যবস্থা বাঁচানোর দাবীতে তমলুক শহরে শিক্ষা কনভেনশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  সরকারী শিক্ষা বাঁচানোর দাবীতে পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার তমলুকে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে উপস্থিত ছিল তমলুক কল…

 




সরকারী শিক্ষাব্যবস্থা বাঁচানোর দাবীতে তমলুক শহরে শিক্ষা কনভেনশন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  সরকারী শিক্ষা বাঁচানোর দাবীতে পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার তমলুকে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে উপস্থিত ছিল তমলুক কলেজ,প্যারামেডিকেল কলেজ ও এলাকার কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী। কনভেনশনের শুরুতে মূল প্রস্তাবনা পাঠ ও তার সমর্থনে মতামত প্রকাশ করে ছাত্রছাত্রীরা। এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অভিষেক দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদিকা নিরুপমা বক্সি, জেলা সহ: সভাপতি অনিরুদ্ধ মাইতি,জেলা কোষাধ্যক্ষ বিদিশা জানা। এই শিক্ষা কনভেনশন থেকে শঙ্খবরণ দাস কে সভাপতি, মঞ্জু জানাকে সহ সভাপতি, পুলকেশ সামই কে সম্পাদক,উলেমা খাতুন কে সহ: সম্পাদক,সুপ্রভা দণ্ডপাট কে অফিস সম্পাদক করে কুড়িজনের একটি শক্তিশালী AIDSO তমলুক ইউনিট গঠিত হয়।



No comments