Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুই দিনের আন্তর্জাতিক সেমিনার, ভবিষ্যৎ জন্য শিক্ষাদান প্রযুক্তি গবেষণা এবং মূল্যায়নের বিবেচনা

দুই দিনের আন্তর্জাতিক সেমিনার, ভবিষ্যতের জন্য শিক্ষাদান প্রযুক্তি গবেষণা এবং মূল্যায়নের বিবেচনাআইকিউএসি পূর্ব মেদিনীপুর বিএড কলেজ বিদ্যাসাগর স্মারক শিক্ষা ও কল্যাণ কেন্দ্রের উদ্যোগে ভবিষ্যতের জন্য শিক্ষাদান, প্রযুক্তি গবেষণা এবং…

 



দুই দিনের আন্তর্জাতিক সেমিনার, ভবিষ্যতের জন্য শিক্ষাদান প্রযুক্তি গবেষণা এবং মূল্যায়নের বিবেচনা

আইকিউএসি পূর্ব মেদিনীপুর বিএড কলেজ বিদ্যাসাগর স্মারক শিক্ষা ও কল্যাণ কেন্দ্রের উদ্যোগে ভবিষ্যতের জন্য শিক্ষাদান, প্রযুক্তি গবেষণা এবং মূল্যায়ন পুনর্বিবেচনা  বিষয়ক দুদিনের আন্তর্জাতিক সেমিনার চৈতন্যপুর বিএড কলেজে শুভারম্ভ হল। সেমিনারের উদ্বোধন করেন বাবা সাহেব আম্বেদকর শিক্ষা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড, সোমা বন্দ্যোপাধ্যায়। ম্যানেজমেন্ট কোচ মিস্টার অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন একাডেমিক ডাইরেক্টর রিসার্চ ন্যাক ডক্টর সৌরভ মন্ডল ছিলেন ডিন এডুকেশন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় নেপাল অধ্যাপক ড, বেদ রাজ আচার্য, উপস্থিত ছিলেন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় নেপাল সহকারী অধ্যাপক ড, প্রেম প্রসাদ পাউডেল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডিপার্টমেন্ট অফ আন্তর্জাতিক ব্যবসা বিভাগ দক্ষিণ কোরিয়া সরকারি অধ্যাপক ড, মইদুল ইসলাম, হলদিয়া চৈতন্যপুর বিএড কলেজ পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র ছাত্রীরা আজকের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন, আজকের এই সেমিনারের প্রায় 200 জন ডেলিগেট উপস্থিত রয়েছেন, উদ্বোধক সোমা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন বর্তমানে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমছে, সরকারি স্কুলে মাধ্যমিক কেবলমাত্র বাংলা সাবজেক্ট পড়ানো হয় আর সেই জন্যই ছাত্র ছাত্রী সংখ্যা যেমন কমছে ঠিক তেমনি ভাবে বর্তমানে রাজ্যে শিক্ষকের সংখ্যাও কমেছে। পঠন-পাঠনের কোথাও যেন একটা ঘাটতি রয়েছে। এর পুনরুদ্ধার করতে হবে বলে জানালেন, আগামীকাল ১৮ই জানুয়ারি অনলাইনে বহু দেশ-বিদেশে এই সেমিনারে অংশগ্রহণ করবেন জানান কলেজ কর্তৃপক্ষ তুহিন কুমার রায়,

No comments