ভবানীপুর নেতাজী স্পোর্টস এন্ড কালচারাল অর্গানিজেশন এর ১৬ তম বর্ষ বার্ষিকী মিলন উৎসব পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার অন্তর্গত জেলখানা পার্শ্ববর্তী ময়দান হলদিয়া মিলন ভবানীপুর নেতাজি স্পোর্টস এন্ড কালচারাল অর্গানাইজ…
ভবানীপুর নেতাজী স্পোর্টস এন্ড কালচারাল অর্গানিজেশন এর ১৬ তম বর্ষ বার্ষিকী মিলন উৎসব
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার অন্তর্গত জেলখানা পার্শ্ববর্তী ময়দান হলদিয়া মিলন ভবানীপুর নেতাজি স্পোর্টস এন্ড কালচারাল অর্গানাইজেশন ক্লাবের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বাৎসরিক মিলন উৎসবে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বিধানসভার সদস্য তাপসী মন্ডল পশ্চিমবঙ্গ সরকারের স্ব রোজগার যোজনা ডাইরেক্টর শ্যামল মাইতি, উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা পরিষদের সদস্য অভিষেক দাস হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিল সদস্য আজিজুল রহমান, বিশিষ্ট আইনজীবী গোপাল চন্দ্র দাস, শিবনাথ সরকার, ইউ কে ডুবে জেনারেল ম্যানেজার রিপ্লে অ্যান্ড কোম্পানি, যে কে সিং প্রিন্সিপাল এসেম্বলি গড চার্চ স্কুল,শম্ভু নায়েক,উপস্থিত ছিলেন । এছাড়াও উৎসব চলাকালীন বিভিন্ন দিনে বিভিন্ন অতিথি বর্গ উপস্থিত থাকবেন। ক্লাব প্রেসিডেন্ট শেক জামাল উদ্দিন বলেন আজকের প্রায় ৩০০ জন দুস্থ মানুষদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হল বিভিন্ন দিন আমরা এই সকল মানুষদের হাতে শীতের পোশাক তুলে দেব। উৎসব কমিটির যুগ্ম সম্পাদক ক্লাব কমিটির অন্যতম নেতৃত্ব শেখ আরিফ হোসেন ও শেখ হাফিজুল বলেন আমরা গভীর কোভিড পরিস্থিতি কালে প্রায় দু-তিনটি ওয়ার্ডে র দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের ক্রিয়া-কলাপ করতে চাই। উৎসব চলাকালীন প্রায় দুই হাজার মানুষের শীতের পোশাক কম্বল ও চাদর তুলে দেব।আজকের ও আমরা প্রায় দুই শতাধিক মানুষের হাতে শীতের পোশাক তুলে দিলাম।

No comments