Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১০০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার চোলাই মদকারবারি। আসামীর ১২ দিনের হেফাজত

১০০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার চোলাই মদকারবারি। আসামীর ১২ দিনের হেফাজত সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া থানার রাধাবল্লভচক থেকে গতকাল রাতে অরূপ ভৌমিক নামে এক ব্যক্তিকে ১০০ লিটার চোলাই মদ সহ কোলাঘাট আবগারির দপ্তরের আধিকারিকে…



১০০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার চোলাই মদকারবারি। আসামীর ১২ দিনের হেফাজত 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া থানার রাধাবল্লভচক থেকে গতকাল রাতে অরূপ ভৌমিক নামে এক ব্যক্তিকে ১০০ লিটার চোলাই মদ সহ কোলাঘাট আবগারির দপ্তরের আধিকারিকেরা গ্রেফতার করে। আসামিকে গ্রেফতার করার সময় দপ্তরের কয়েকজনের সাথে ধস্তাধস্তি হয়। তারপর কোলাঘাট আবগারি দপ্তরের ও. সি. রাহুল দাসের নেতৃত্বে বিশেষ দলটি দীর্ঘদিনের কারবারি অরুপ ভৌমিককে গ্রেপ্তার করতে সফল হয়। এর পূর্বে এই অরূপ ভৌমিক এর দাদা জগন্নাথ ভৌমিককে ৪ ঠা জানুয়ারি গ্রেফতার করেছিল দপ্তরের এই বাহিনী।

 পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক বলেন,

বিষাক্ত চোলাই মদের বিরুদ্ধে কোলাঘাট আবগারি দপ্তরের নিরন্তন অভিযানের পরিপ্রেক্ষিতে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক এলাকায় বিষাক্ত চোলাই মদের কারবার অনেটাই কমেছে। এজন্য এলাকার মা-বোন সহ মানুষজন খুব খুশি। তবে চোলাই মদের পাশাপাশি সরকারি বেশি-বিদেশি মদের প্রভাবে বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন।  

রাহুলবাবু জানান, ভালো সামাজিক পরিস্থিতি তৈরী করার জন্য বদ্ধ পরিকর কোলাঘাট আবগারী দপ্তর।

অরূপ ভৌমিককে আজ জেলা আদালতে হাজির করা হলে C J M তমলুক ১২ দিন জুডিশিয়াল কাস্টডিতে রাখার নির্দেশ দেন।



No comments