এপ্রিল থেকে জনগণনার কাজ শুরু হবে জেনে রাখুন ৩৩ টি প্রশ্নের উত্তরপ্রতি বাড়ী হতে যে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে ১. ভবনের নম্বর (মিউনিসিপ্যাল/স্থানীয় কর্তৃপক্ষ/সেন্সাস নম্বর)২. সেনসাস হাউস নম্বর৩. মেঝের প্রধান নির্মাণসামগ্র…
এপ্রিল থেকে জনগণনার কাজ শুরু হবে জেনে রাখুন ৩৩ টি প্রশ্নের উত্তর
প্রতি বাড়ী হতে যে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে
১. ভবনের নম্বর (মিউনিসিপ্যাল/স্থানীয় কর্তৃপক্ষ/সেন্সাস নম্বর)
২. সেনসাস হাউস নম্বর
৩. মেঝের প্রধান নির্মাণসামগ্রী
৪. দেওয়ালের প্রধান নির্মাণসামগ্রী
৫. ছাদের প্রধান নির্মাণসামগ্রী
৬. বাড়ির ব্যবহার কী কাজে হয়
৭. বাড়ির বর্তমান অবস্থা
৮. পরিবারের সংখ্যা
৯. পরিবারের মোট সদস্য সংখ্যা
১০. পরিবারের প্রধানের নাম
১১. পরিবারের প্রধানের লিঙ্গ
১২. প্রধান ব্যক্তি SC/ST/Other কি না
১৩. বাড়ির মালিকানা অবস্থা
১৪. পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা
১৫. পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা
১৬. পানীয় জলের প্রধান উৎস
১৭. পানীয় জলের প্রাপ্যতা
১৮. আলোর প্রধান উৎস
১৯. শৌচাগারের সুবিধা আছে কি না
২০. শৌচাগারের ধরন
২১. বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা
২২. স্নানঘরের সুবিধা
২৩. রান্নাঘর ও LPG/PNG সংযোগ
২৪. রান্নার প্রধান জ্বালানি
২৫. রেডিও/ট্রানজিস্টার
২৬. টেলিভিশন
২৭. ইন্টারনেট অ্যাক্সেস
২৮. ল্যাপটপ/কম্পিউটার
২৯. ফোন/মোবাইল/স্মার্টফোন
৩০. বাইসাইকেল/স্কুটার/মোটরসাইকেল
৩১. গাড়ি/জিপ/ভ্যান
৩২. পরিবারের প্রধান খাদ্যশস্য
৩৩. মোবাইল নম্বর (শুধুমাত্র সেনসাস যোগাযোগের জন্য

No comments