পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরে গোলাপ ফুল মজুতের কাজ শুরু ; খুশি ফুলচাষী থেকে ফুলব্যবসায়ীরা।সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :ভ্যালেনটাইন ডে উপলক্ষে পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরে গোলাপ ফুল মজুতের কাজ শুরু হয়েছে- কয়েকদিন আগে থেকে। ১৪ ফেব্রু…
পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরে গোলাপ ফুল মজুতের কাজ শুরু ; খুশি ফুলচাষী থেকে ফুলব্যবসায়ীরা।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :ভ্যালেনটাইন ডে উপলক্ষে পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরে গোলাপ ফুল মজুতের কাজ শুরু হয়েছে- কয়েকদিন আগে থেকে। ১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন ডে। ওই একদিনেই গোলাপের বিপুল পরিমাণ চাহিদা থাকে। পাঁশকুড়া তথা পূর্ব মেদিনীপুরের মিনিপল গোলাপের একটি ভালো প্রজাতি। শুধুই এই জেলা নয়,রাজ্যের অন্যান্য জেলাগুলিতে মিনিপল ব্যাপকভাবে সমাদৃত। ব্যাঙ্গালোরের ডাচ গোলাপ দিয়ে যারা প্রেম নিবেদন করতে পারে না,তারা মিনিপল গোলাপের উপর নির্ভর করে।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,লকডাউনের সময়ে পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার কারণে সেই সময় থেকেই ওই হিমঘরে ফুল মজুত করার কাজ বন্ধ ছিল। ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের লাগাতার আন্দোলনের ফলে গত পুজোর পর হিমঘরে নূতন যন্ত্রাংশ লাগানো হয়েছে। এ কারণে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে পাঁশকুড়ার মিনিপল গোলাপ কয়েকদিন আগে থেকেই হিমঘরে মজুত করার কাজ শুরু হয়েছে। হিমঘরের তিনটি কক্ষের মধ্যে ইতিমধ্যে দুটি কক্ষ ভর্তি হয়ে গিয়েছে। নারায়ণবাবু জানান,বহুমুখী হিমঘরের থেকে এই হিমঘরে ফুল ভীষণভাবে টেকসই থাকবে এবং ওই বাবদ খরচ কম হবে। অন্যদিকে ফুলবাজারে নিয়োগ করা হয়েছে ২৪ ঘন্টার নিরাপত্তারক্ষী।
স্বভাবতই খুশি ফুলচাষী থেকে ফুলব্যবসায়ীরা। যোগীবাড়ের ফুলব্যবসায়ী কেশব দাস বলেন, পাঁশকুড়ার মেচগ্রামের বহুমুখী হিমঘরের থেকে এই হিমঘরে ফুলের গুনমান খুব ভালো থাকছে।

No comments