খড়ের গাদায় আগুন, চাঞ্চল এলাকায় ঘটনায় স্থলে দমকলের ইঞ্জিনমহিষাদল বিধানসভার অন্তর্গত গেঁওয়াখালি বাসস্ট্যান্ডের অন্তর্গত টালিভাটার কাছে তিনটি খড়ের গাধা ছিল। সন্ধ্যা ছটা নাগাদ আকস্মিক আগুনের লেলিহান শিখা দেখতে পায়। এলাকার মান…
খড়ের গাদায় আগুন, চাঞ্চল এলাকায় ঘটনায় স্থলে দমকলের ইঞ্জিন
মহিষাদল বিধানসভার অন্তর্গত গেঁওয়াখালি বাসস্ট্যান্ডের অন্তর্গত টালিভাটার কাছে তিনটি খড়ের গাধা ছিল। সন্ধ্যা ছটা নাগাদ আকস্মিক আগুনের লেলিহান শিখা দেখতে পায়। এলাকার মানুষ আগুন নিভানোর জন্য সচেষ্ট হন। কিভাবে আগুন লাগলো সেটা বোঝা যায়নি, তবে আগুনের পুরো গাদা পুড়ে ছাই হয়েছে। ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন আগুন নেভাতে চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছেছেন নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা তিনি জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে কিভাবে এই আগুন লাগল সে নিয়ে তদন্তে নেমেছেন মহিষাদল থানার পুলিশ।

No comments