Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলেরনন্দীগ্রাম দু নম্বর ব্লকের আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচন ছিল সেই নির্বাচনে ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিরোধী দলনেতা খাস তালুক ন…

 


নন্দীগ্রামে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

নন্দীগ্রাম দু নম্বর ব্লকের আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচন ছিল সেই নির্বাচনে ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিরোধী দলনেতা খাস তালুক নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বড় ধাক্কা বিজেপির। নন্দীগ্রাম দু ব্লকের আমেদাবাদ সমবায় কিছু উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচন ছিল আর সেই নির্বাচনে 12 শূন্য ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা খাতা খুলতে ব্যর্থ বিজেপি আর এর পরের সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। সামনে বঙ্গ বিধানসভা নির্বাচন তার আগেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনের তৃণমূলের নিরঙ্কুশ জয় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে বিজেপির এই ফলাফলের হতাশ পদ্ম শিবির।

সূত্রে জানা যায় আমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ সমবায় ভোটের ত্রিমুখী লড়াই ছিল। তৃণমূল বিজেপি এবং সিপিএম 12 টি আসনে সবেত এই প্রার্থী দিয়েছিল। তবে মহিলা সংরক্ষিত ছিল দুটি এবং তফসিলী জাতির জন্য সংরক্ষিত ছিল একটি বাকি নয়টি আসনে সাধারণ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। এদিনের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে, সেজন্য সকাল থেকে করা নিরাপত্তার মুখে মুড়ে ফেলা হয় গোটা এলাকা মোতায়েন করা হয় বাড়তি পুলিশকর্মী কে? নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিকেলে সমবায় নির্বাচনের ফল ঘোষণা হতে দেখা যায়। সব আসলেই বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা, খাতা খুলতে পারেনি বিজেপি ও সিপিএম এরপর সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরুনাভো ভূঁইয়া বলেন সমবায় ভোটের ফলাফল জানান দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের জয়ের হাসি হাসতে চলেছে বিজেপি নন্দীগ্রামের মাটি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি সিপিএম উভয় শিবির। বিজেপির আমেদাবাদ অঞ্চলের কানবেড়ার দিলীপ কুমার পাল বলেন সিপিএম তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে যৌথভাবে এতদিন সমবায় দখলে রেখেছিলেন রাতের অন্ধকারে সিপিএম নেতারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য ভোটের স্লিপ পরিবর্তন করে ভোটারদের বাড়িতে পৌঁছে দিয়েছে নন্দীগ্রাম বিজেপি ছিল এবং আগামী বিধানসভা ভোটেও বিজেপির থাকবে।

No comments